বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০২:০৭ এএম

হংকং থেকে ফিরেছে ফুটবল দল

জিততে না পারার আক্ষেপ জামালের

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০২:০৭ এএম

জিততে না পারার আক্ষেপ জামালের

এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলে গতকাল হংকং থেকে দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। তবে দলের সঙ্গে ঢাকায় ফেরেননি দেওয়ান হামজা চৌধুরী। হংকং থেকেই ইংল্যান্ডের বিমান ধরেন তিনি। তবে এবারও বাংলাদেশ দলের হয়ে জয়ের মুখ দেখলেন না হামজা। হংকংয়ের বিপক্ষে ফিরতি ম্যাচে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। এর আগে হোম ম্যাচে জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের কাছে ৩-২ গোলে হেরে যান হামজা-জামালরা। অথচ এ দুই ম্যাচেই ভালো ফুটবল খেলেছে বাংলাদেশ। হংকংয়ের মাঠে সুযোগ মিস না হলে জয়ের মুখ দেখতে পারতেন লাল-সবুজের জার্সিধারীরা। দেশে ফেরার পর গোল করতে না পারার আক্ষেপের কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া।

তিনি বলেন, ‘প্রথমার্ধ ভালো হয়নি, দ্বিতীয়ার্ধে যখন বদলি করা হয়, খেলায় পরিবর্তন এসেছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা দ্বিতীয় গোল করতে পারিনি। এটা একটু খারাপ লাগছে, তবে দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি।’ হংকংয়ের বিপক্ষে প্রথম একাদশে জায়গা হয়নি অধিনায়ক জামালের। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমেছেন এই অভিজ্ঞ মিডফিল্ডার। এই অর্ধে বাংলাদেশও দুর্দান্ত খেলেছে। জামাল বলেন, ‘আমি ফাহমিদুলকে বলেছি, আমরা যখন নামব, তখন খেলায় পরিবর্তন আনতে হবে। কারণ, দল এখন ভালো খেলছে না। ফাহমিদুল ইতিবাচক ছিল, আমিও ইতিবাচক ছিলাম। তারা লাল কার্ড দেখেছে, আমরাও গোল পেয়েছি। দ্বিতীয় গোলটা আমরা প্রায় পেয়েই যাচ্ছিলাম, কিন্তু হয়নি। তবে দ্বিতীয়ার্ধে যারা নেমেছে তারা ভালো করেছে।’ হংকংয়ে অনুশীলনের জন্য পর্যাপ্ত সুবিধা পায়নি বাংলাদেশ। এ প্রসঙ্গে জামাল বলেন, ‘ওরা (হংকং) বলছে যে, ওরা যখন বাংলাদেশে ছিল, সবচেয়ে খারাপ মাঠ পেয়েছে অনুশীলনের জন্য। প্র্যাকটিস যখন করেছি, তখন তো অভিযোগ করেছি। তবে এটা মনস্তাত্ত্বিক লড়াইয়ের অংশ।’ আগামী নভেম্বরে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে। ভারত ম্যাচ প্রসঙ্গে জামাল বলেন, ‘এটা একটা ঐতিহাসিক দ্বৈরথ, এখানে গোল হজম করলে সমস্যা হয়। আগে দুইটা লিগ ম্যাচ খেলার পর চিন্তা করব কীভাবে ভারতের বিপক্ষে খেলব।’

এশিয়ান কাপ বাছাইয়ে চার ম্যাচ খেলে এখনো জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। ‘সি’ গ্রুপে ২ পয়েন্ট অর্জন করেছে তারা। তাতে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে ওঠার স্বপ্ন শেষ হয়ে গেছে তাদের। সামনে দুই ম্যাচে জিতলেও বাছাইপর্ব থেকেই বিদায় নিচ্ছে বাংলাদেশ। এদিকে চার ম্যাচে ৯টি হলুদ কার্ড দেখেছেন বাংলাদেশের খেলোয়াড়েরা। প্রতি ম্যাচে হলুদ কার্ডের সংখ্যা দুইয়ের বেশি। দুই ম্যাচে একটি করে হলুদ কার্ড পাওয়ায় আগামী ১৮ নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে খেলতে পারবেন না ফাহমিদুল ইসলাম। এর আগে গত ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল অভিষেক ম্যাচেই হলুদ কার্ড দেখেন। ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে হৃদয় ও মজবিুর রহমান জনি কার্ড দেখেছিলেন। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে সর্বাধিক চারটি কার্ড দেখে বাংলাদেশ। দুই ডিফেন্ডার শাকিল আহাদ তপু, তপু বর্মণের পাশাপাশি দুই ফরোয়ার্ড ফাহিম ও ফাহমিদুল কার্ড দেখেন। ৯ অক্টোবর ঢাকায় হোম ম্যাচে রাকিব হোসেন অ্যাওয়ে ম্যাচে ফাহমিদুল ও তারিক কার্ড দেখেছেন।

 

রূপালী বাংলাদেশ

Link copied!