ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। হতাহত ব্যক্তিদের সবাই বাসযাত্রী। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চকনুর এলাকার আব্দুর রশিদের ছেলে সোহরাব আলী সরকার (৭৮), জামালপুর সরিষাবাড়ী উপজেলার কাঞ্চনপুর এলাকার আশরাফ আলীর স্ত্রী শিল্পী বেগম (৪২) ও বারইপটল এলাকার শুকুর আলীর ছেলে ফাহিম (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা ভাই ভাই পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি মহাসড়কের বাঐখোলা এলাকায় ঢাকাগামী একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করে। এ সময় ঢাকাগামী রডভর্তি অন্য একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারী নিহত হন। পুলিশ আহত ১৪ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।
বাসাইল থানার ওসি মো. জালাল উদ্দিন বলেন, বেলা আড়াইটার দিকে বাস ও ট্রাকের মধ্যে দুর্ঘটনাটি ঘটে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন