আফগানিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে ব্যাটিংয়ে পুরোপুরি বিধ্বস্ত চেহারায় দেখা গেল বাংলাদেশকে। তিন ম্যাচ সিরিজের কোনোটিতেই ব্যাটিংয়ে নিজেদের সামর্থ্যরে পরিচয় দিতে পারেনি মেহেদী হাসান মিরাজের দল। শেষ ম্যাচে মাত্র ৯৩ রানে অলআউট হয় বাংলাদেশ। তৃতীয় ওয়ানডে ম্যাচে ঠিক ২০০ রানে হেরেছে লাল-সবুজের জার্সিধারীরা। ফলে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে আফগানদের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা পেয়েছে তারা। সিরিজের কোনো ম্যাচেই ৫০ ওভার খেলতে পারেনি বাংলাদেশ। প্রথম ম্যাচে ৪৮.৫, দ্বিতীয় ম্যাচে ২৮.৩ এবং শেষ ম্যাচে ২৭.১ ওভারে অলআউট হয় টাইগাররা। টানা ম্যাচে বাংলাদেশের মেরুদ-হীন ব্যাটিংয়ে ব্যাটসম্যানদের ধারাবাহিক ব্যর্থতার ছবি ফুটে উঠেছে। তবে ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক মিরাজ বলেছেন, তারা এত খারাপ দল না।
আফগানদের বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানরা প্রতিযোগিতা করে বাজে ব্যাটিং করেছেন। তাদের রানের সংখ্যা মোবাইল ফোনের ডিজিটের মতো। ওয়ানডে ক্রিকেটে দলের ব্যাটিংয়ের এত অধোগতি প্রসঙ্গে অধিনায়ক মিরাজ বলেন, ‘ব্যাটিং ইউনিট হিসেবে যে জায়গাটা আমাদের উন্নতি করার দরকার, সেই জায়গাটা উন্নতি করছি না। আমরা এতটা খারাপ দলও না, যত বেশি আমরা খারাপ খেলছি। আমরা সবাই একসঙ্গেই খারাপ খেলছি। অবশ্যই ঘাটতি আছে। ঘাটতি না থাকলে তো ব্যাক টু ব্যাক এ রকম (বিপর্যয়) হবে না।’
সিনিয়র ক্রিকেটার সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ জাতীয় দল থেকে যাওয়ার পর যে শূন্যস্থান তৈরি হয়েছে, সেটি কোনোভাবেই পূরণ হয়নি। মূল স্কোয়াডের বাইরে পাইপলাইনে বিকল্প খেলোয়াড়ও কম। মিরাজ বলেন, ‘আমাদের যারা ব্যাটসম্যান আছে, তাদের নিয়েই আমাদের হয়তো আগাতে হবে। হয়তো অনেক বেশি যে প্লেয়ার বাইরে আছে এরকমও না। আমরা এর আগে তো এত খারাপ খেলিনি। বাট আমরা এতটা খারাপ দলও না, যতটা আমরা বেশিটা খারাপ খেলছি।’
ব্যাটিংয়ে যে পারফরম্যান্স দেখাচ্ছে বাংলাদেশ, সেখান থেকে দ্রুত ঘুরে না দাঁড়াতে পারলে তাদের সামনে আরও কঠিন দিন অপেক্ষা করছে। এটি মানছেন মিরাজও, ‘আমার কাছে মনে হয় যে, এই জিনিসগুলো (ব্যাটিংয়ে) যদি আমরা উন্নতি না করতে পারি, তাহলে আমাদের জন্য আরও অনেক কঠিন হবে। এই ম্যাচগুলোতে যে মিসটেকগুলো করেছি, যদি সেসব উন্নতি না করতে পারি, সেগুলো যদি আমরা বারবার পুনরাবৃত্তি করি, তাহলে আমাদের জন্য আরও কঠিন হবে।’
আফগানিস্তানের বিপক্ষে দুঃস্মৃতি না কাটতেই বাংলাদেশের সামনে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ। ১৮ অক্টোবর থেকে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। আসন্ন সিরিজে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় থাকবে বাংলাদেশ। ম্যাচে পুরো ৫০ ওভার ব্যাটিং করার লক্ষ্যের কথা জানালেন মিরাজ। তিনি বলেন, ‘যদি আমরা ভালো ক্রিকেট খেলতাম, তাহলে খুবই ভালো লাগত। যেহেতু আমরা ভালো ক্রিকেট খেলিনি, এখানে তো আমাদের অবশ্যই দায় নিতে হবে প্রত্যেক প্লেয়ারেরই এবং ক্যাপ্টেন হিসেবে আমারও দায় নিতে হবে। যেহেতু আমরা ভালো ক্রিকেট খেলিনি।
তবে আমি এখনো আশা করছি যে আমাদের টিমটা কামব্যাক করবে এবং আশা করি পরবর্তী সিরিজ থেকেই সেটা হতে পারে ইনশাআল্লাহ।’ তিনি আরও বলেন, ‘আমি বিশ^াস করি এবং দলকে আমি ওইভাবেই বুস্ট-আপ করব, আশা করব ভবিষ্যতে দর্শকদের ভালো ম্যাচ উপহার দেওয়ার জন্য। ৫০ ওভারের ম্যাচে অবশ্যই আমাদের টার্গেট থাকবে পুরো ওভার খেলার জন্য। আমরা যে লাস্ট ওডিআই ম্যাচগুলো খেলেছি, আমরা ৫০ ওভার খেলতে পারিনি। সো, আমরা সেভাবেই প্ল্যান করছি যে কীভাবে ৫০ ওভার খেলা যায়।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন