সরকারি এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের দীর্ঘদিনের দাবি, বাড়িভাড়া বৃদ্ধি এবং অন্যান্য ভাতা বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পৌঁছেছে। সরকারের আর্থিক সক্ষমতা অনুসারে ৫, ১০, ১৫ ও ২০ শতাংশ পর্যন্ত বাড়ি ভাড়া নির্ধারণের প্রস্তাব দিয়ে অর্থ মন্ত্রণালয়কে এই চিঠি দেয়া হয়।
বুধবার (১৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সরকারি প্রস্তাব অনুযায়ী, শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া বর্তমানের ২০ শতাংশ হারে বৃদ্ধি এবং চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা করার প্রস্তাবনা এসেছে। এছাড়া কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করার বিষয়টিও এতে অন্তর্ভুক্ত।
গত সপ্তাহ থেকে শিক্ষক-কর্মচারীরা এই দাবিতে লাগাতার কর্মসূচি পালন করছেন। দেশের বিভিন্ন স্কুল থেকে শিক্ষক ও কর্মচারীরা অংশ নিয়ে শাহবাগে অবস্থান নিয়েছেন। তাদের দাবি, কথিত প্রতিশ্রুতি অনুযায়ী প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে সরে যাবেন না।
[82656
শিক্ষক-কর্মচারীরা অভিযোগ করেছেন, সরকার তাদের সঙ্গে টালবাহানা করছে এবং পূর্বের প্রতিশ্রুতির বিরুদ্ধে কাজ করছে। ফলে দেশের অধিকাংশ এমপিওভুক্ত স্কুলে কর্মবিরতি চলছে, যা শিক্ষার্থীদের পড়াশোনায় প্রভাব ফেলছে।
অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাবটি পৌঁছানোর পর সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি যাচাই ও অনুমোদনের জন্য পর্যবেক্ষণ করছেন। শিক্ষকদের পক্ষ থেকে বলা হয়েছে, প্রস্তাব অনুমোদিত হলে তাদের আন্দোলনের অন্তর্ভুক্ত কিছু দাবি পূরণ হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন