আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত ৩ লাখ ২৯ হাজার ২৭০ জন প্রবাসী নিবন্ধন করেছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।
তথ্যানুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনকারীদের মধ্যে ৩ লাখ ৫ হাজার ২৮০ জন পুরুষ ভোটার ও ২৩ হাজার ৯৯০ জন নারী ভোটার রয়েছেন।
দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে রয়েছে- সৌদি আরবে ৯১ হাজার ৩৫২ জন, যুক্তরাষ্ট্রে ২১ হাজার ২১০ জন, কাতারে ২৮ হাজার ৬৯৫ জন, সংযুক্ত আরব আমিরাতে ২১ হাজার ৬৮১ জন, মালয়েশিয়ায় ২০ হাজার ৬৬৭ জন, সিঙ্গাপুরে ১৬ হাজার ২৫ জন, যুক্তরাজ্যে ১৪ হাজার ৩৩১ জন, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৬২২ জন, কানাডায় ২৮ হাজার ৬৯৫ জন, ওমানে ১৪ হাজার ৫৮৯ জন, অস্ট্রেলিয়ায় ৮ হাজার ২৬৭ জন, ইতালিতে ১০ হাজার ৫৭৪ জন এবং জাপানে ৭ হাজার ১০০ জন।
এছাড়া, ইসির এক বার্তায় বলা হয়েছে, ‘ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোট দিতে নির্বাচনি তফসিল ঘোষণার তারিখ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। বিস্তারিত জানতে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট (www.ecs.gov.bd) ভিজিট করতে বলা হয়েছে।’
আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান বাসসকে এ তথ্য জানিয়েছেন।
অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় সঠিক ঠিকানা দেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন