২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ তপশিল অনুযায়ী ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চলবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই তপশিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
তপশিল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদাকালো, আর গণভোটের ব্যালটের রং হবে গোলাপি। এটি দেশের নির্বাচনের ইতিহাসে এক অনন্য ঘটনা, যেখানে একই দিনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে।
[98389
সিইসি জানান, নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি, এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে ভোটের ৪৮ ঘণ্টা পূর্ব পর্যন্ত।
দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটও এ নির্বাচনকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র ও সাধারণ জনগণের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকার পতিত হয়। ৮ আগস্ট থেকে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণ করে।
এরপর ২০২৫ সালের ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’-এ প্রধান উপদেষ্টা ঘোষণা করেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পরে জুলাই সনদ বাস্তবায়নের জন্য একই দিনে গণভোট করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ঘোষিত তপশিল অনুযায়ী নির্বাচনের সময়সূচি
- ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার)
- মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়: ২৯ ডিসেম্বর ২০২৫
- মনোনয়নপত্র যাচাই-বাছাই: ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬
- রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দাখিলের শেষ সময়: ১১ জানুয়ারি ২০২৬
- আপিল নিষ্পত্তি: ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি ২০২৬
- প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়: ২০ জানুয়ারি ২০২৬
- চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি ২০২৬
- নির্বাচনি প্রচারণা: ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন