অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন ছাত্র-জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের প্রতিনিধি উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন। তবে তাদের পদত্যাগ তখন কার্যকর হয়নি।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ত্রয়োদশ সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার পর তাদের পদত্যাগ কার্যকর হয় বলে সরকারি সূত্র জানায়।
সরকারি এবং রাজনৈতিক সূত্র জানিয়েছে, পদত্যাগে রাজি ছিলেন না তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মাহফুজ আলম। জুলাই গণঅভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ পরিচিতি পাওয়া এই ছাত্রনেতা নির্বাচন না করে সরকারে থাকতে চেয়েছিলেন। কিন্তু প্রধান উপদেষ্টা এবং সরকারের পক্ষ থেকে তাকে জানিয়ে দেওয়া হয়, নির্বাচনকালীন দায়িত্বে সরকারের নিরপেক্ষতা প্রশ্নমুক্ত রাখতে পদত্যাগ করতে হবে।
একাধিক সূত্র জানায়, মঙ্গলবার মধ্যরাতেও মাহফুজ আলম পদত্যাগ না করে আগামী সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর পর্যন্ত উপদেষ্টা পদে থাকার ইচ্ছা ব্যক্ত করেন। কিন্তু বিভিন্ন পক্ষের পরামর্শ এবং সরকার থেকে সরিয়ে দেওয়ার আশঙ্কায় বুধবার সকালে পদত্যাগে সম্মত হন।
কে কোন দল থেকে নিবার্চন করছেন
পদত্যাগপত্র দেওয়া আসিফ মাহমুদ মঙ্গলবারই নিজ অবস্থান স্পষ্ট করেন। গতকাল সংবাদ সম্মেলনে তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। তবে কোন দল থেকে প্রার্থী হবেন, তা এখনো ঠিক করেননি। আর মাহফুজ আলম গতকাল বিকেলে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের তার হেয়ার রোডের বাসায় ডেকে নিয়ে বিদায় জানান।
গত রাতে এনসিপির একটি সূত্র নিশ্চিত করেছে, নবগঠিত দলটিতেই যাবেন অভ্যুত্থানের শীর্ষস্থানীয় ছাত্রনেতা আসিফ মাহমুদ। তিনি ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করবেন। এ জন্য দল গোছানোর কাজ শুরু করেছেন। ধানমন্ডি, নিউমার্কেট, হাজারীবাগ ও কলাবাগান থানা নিয়ে গঠিত এই নির্বাচনি আসনের এলাকাগুলোর এনসিপির কমিটিতে নিজ অনুসারীদের জায়গা করে দিতে কাজ শুরু করেছেন।
তবে মাহফুজ আলম নিশ্চিত করেননি তিনি নির্বাচন করবেন কি না। তার জন্য লক্ষ্মীপুর-১ আসন খালি রেখেছে এনসিপি। দলটির সূত্র অবশ্য জানিয়েছে, মাহফুজও এনসিপিতে যোগ দেবেন।
গণতান্ত্রিক সংস্কার জোটের সূত্রের খবর, এনসিপিকে বিএনপির জোটে নিতে চেয়েছিলেন দুই উপদেষ্টা। এ শর্ত পূরণ হলে তারা এনসিপিতে যাবেন, অন্যথায় বিএনপিতে যোগ দেওয়ার যে সমীকরণ ছিল, তা আর নেই। আসন সমঝোতা না হওয়ায় বিএনপির জোটে এনসিপির যোগ দেওয়ার সম্ভাবনা ক্ষীণ। তা মেনে নিয়েই উপদেষ্টাদের এনসিপিতে যেতে হচ্ছে। লক্ষ্মীপুর-১ এবং ঢাকা-১০ আসনে ইতোমধ্যে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। দুই উপদেষ্টার মধ্যে মাহফুজ আলম জামায়াতের সঙ্গে এনসিপির যে কোনো সমঝোতার বিরোধী।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন