শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ০৬:৩৯ এএম

২ জনের মৃত্যু

পানি ভেবে পেট্রোল পান, অসুস্থ হয়ে হাসপাতালে ৪০ বাংলাদেশি

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ০৬:৩৯ এএম

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বাংলাদেশিরা। ছবি : সংগৃহীত

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বাংলাদেশিরা। ছবি : সংগৃহীত

গ্রিসে মানবপাচারকারীদের নৌকায় ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছেন প্রায় ৪০ জন বাংলাদেশি। তীব্র শীত, ক্ষুধা আর তৃষ্ণায় কাতর অবস্থায় পানি ভেবে পেট্রোল পান করায় মারাত্মক অসুস্থ হয়ে পড়েন তারা। এ ঘটনায় সুনামগঞ্জের দুজন যুবকের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- দিরাই উপজেলার আবদুস মিয়ার ছেলে শাকিব আহমেদ শুভ ও জিতু উল্লাহর ছেলে সায়েম আহমেদ।

বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, গত ২৬ নভেম্বর লিবিয়া থেকে ছোট একটি প্লাস্টিকের নৌকায় গ্রিসের উদ্দেশে রওনা হন বাংলাদেশিরা। যাত্রাপথে মাঝ সমুদ্রে নৌকাটিতে ছিদ্র হয়ে পানি ঢুকে পড়ে। সঙ্গে ছিল না কোনো খাবার বা পানীয়। টানা দুই দিন ক্ষুধা–তৃষ্ণায় কাতর অবস্থায় বোতলে রাখা পেট্রোলকে পানি ভেবে পান করেন তারা। এতে অনেকে অচেতন হয়ে পড়েন।

পরে গ্রিসের কোস্টগার্ড ও স্থানীয় পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এথেন্সের এক্সার্খিয়া এলাকার একটি হাসপাতাল থেকে বিষয়টি দূতাবাসকে জানানো হলে দূতাবাসের প্রথম সচিব রাবেয়া বেগম হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন ব্যক্তিদের খোঁজখবর নেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পেট্রোল পান করার ফলে বেশির ভাগেরই পাকস্থলী ও শ্বাসযন্ত্রে জটিলতা দেখা দিয়েছে। শারীরিক দুর্বলতা, পানিশূন্যতা ও হাইপোথার্মিয়ার কারণে চিকিৎসা জটিল হয়ে পড়ে। পেট্রোল পান করার কারণেই দুইজনের মৃত্যু হয়। গুরুতর চারজনের অবস্থা উদ্বেগজনক ছিল। একজনের কিডনি–সংক্রান্ত জটিলতায় ডায়ালাইসিস চলছে। অন্যদের অবস্থা স্থিতিশীল হওয়ায় কয়েক দিনের মধ্যে ছাড়া দেওয়া হতে পারে।

হাসপাতাল ছাড়ার পর গ্রিসের আইনি প্রক্রিয়া অনুযায়ী তাদের মালাকাসা ক্যাম্পে পাঠানো হবে।

আটকরা জানান, দালালচক্রের প্রলোভনে সমুদ্রপথে গ্রিসে অনুপ্রবেশের চেষ্টা করেন তারা। যাত্রাপথে তাদের পর্যাপ্ত খাবার বা পানি দেওয়া হয়নি। অমানবিক অবস্থায় যাত্রা করতে গিয়ে তারা জীবনের চরম ঝুঁকিতে পড়েন।

দূতাবাসের প্রথম সচিব রাবেয়া বেগম বলেন, মানবপাচারকারীদের থেকে দূরে থাকা জরুরি। অবৈধভাবে সমুদ্রপথে গ্রিসে যাওয়ার চেষ্টা জীবনঘাতী। বৈধ উপায়ে আসা ছাড়া অন্য কোনো পথ গ্রহণ করা উচিত নয়। তিনি জানান, হাসপাতালে থাকা বাংলাদেশিদের প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হচ্ছে।

নিহত দুই যুবকের মরদেহ দেশে পাঠাতে আইনি প্রক্রিয়া চলছে বলে দূতাবাস জানিয়েছে।

এদিকে এ ঘটনায় গ্রিসে থাকা প্রবাসীদের মাঝেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। মানবিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে দূতাবাস, গ্রিক পুলিশ ও হাসপাতাল প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে।

রূপালী বাংলাদেশ

Link copied!