আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পরিচালনার জন্য ৩০০ সংসদীয় আসনে মোট ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে নাসির উদ্দিন কমিশন। এর মধ্যে মাত্র তিনজন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের কর্মকর্তা- যারা নিজেদের ক্যাডারের- রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক (ডিসি) এবং তিনজন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (ইসি সচিবালয়) রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। একইভাবে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা চট্টগ্রাম-১১ আসনের এবং খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা খুলনা-৩ আসনের দায়িত্বে থাকবেন।
এ ছাড়া ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসহ দেশের সব জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
এর আগে বৃহস্পতিবার রাতে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তফসিল ঘোষণা পরবর্তী রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭ এর দফা (১) ও (২) এবং গণভোট অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ৫ অনুযায়ী এসব নিয়োগ দেওয়া হয়েছে।
মোট ৬৯ জন কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা এবং সংশ্লিষ্টদের সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন