শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ০৯:৫৭ এএম

বাস বিক্রির অভিযোগে যুবককে বেঁধে হাতুড়িপেটা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ০৯:৫৭ এএম

যুবককে হাতুড়িপেটার দৃশ্য।   ছবি- সংগৃহীত

যুবককে হাতুড়িপেটার দৃশ্য। ছবি- সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গতকাল বৃহস্পতিবার সকালেই একটি উদ্বেগজনক ঘটনা ঘটে। স্থানীয় বাজার বাসস্ট্যান্ড এলাকায় রাজধানী পরিবহনের একটি বাস বিক্রির অভিযোগে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে হাতুড়িপেটা করা হয়।

পুলিশ জানায়, এই ঘটনায় জড়িত কুরবান আলী নামের একজন মোটর মেকানিককে আটক করা হয়েছে। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। পুলিশ ভিডিও ফুটেজের মাধ্যমে কুরবান আলীকে শনাক্ত করে এবং একই দিন সন্ধ্যায় তাকে কালিয়াকৈর এলাকা থেকে আটক করে।

কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, হাতুড়িপেটার ঘটনায় আহত যুবকের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তবে অভিযুক্তকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, কুরবান আলীর একটি বাস রাজধানী পরিবহন কোম্পানির অধীনে চলাচল করে। গাড়িটির মূল চালক সম্প্রতি ওই যুবককে বদলি হিসেবে বাস চালানোর দায়িত্ব দিয়েছিলেন। এই সুযোগে যুবকটি ঢাকার মিরপুরে বাসটি বিক্রির চেষ্টা করেন। পরে মূল চালক বাস উদ্ধার করে মালিকের কাছে বুঝিয়ে দেন।

অভিযোগ অনুযায়ী, যুবক এরপর এলাকায় আসলে কুরবান আলী তাকে গাছের সঙ্গে বেঁধে হাতুড়ি দিয়ে পেটান।

হাতুড়িপেটার শিকার যুবকের বাড়ি উত্তরবঙ্গে। মারধরের পর তিনি নিজ গ্রামে ফিরে গেছেন। স্থানীয়রা এই ধরনের হিংসাত্মক ঘটনার প্রতিবাদ জানিয়েছেন এবং সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা করা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!