রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়ার বাসিন্দা দুই বছরের শিশু সাজিদ বৃহস্পতিবার রাতে ৩৫ ঘণ্টার উদ্ধার অভিযানের পর মৃত অবস্থায় উদ্ধার হয়।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নেককিড়ি কবরস্থান-সংলগ্ন মাঠে জানাজা অনুষ্ঠিত হয় এবং দাফন সম্পন্ন হয়।
জানাজার মুহূর্তে হাজারো মানুষ উপস্থিত ছিলেন। গ্রামের বৃদ্ধ থেকে স্কুলপড়ুয়া শিশু। সবার চোখে কান্না। সাজিদের ছোট্ট দেহ সাদা কাপড়ে মোড়া অবস্থায় আনা হলে চারপাশে আহাজারি ছড়িয়ে পড়ে। তার মা বারবার কবরের কাছে যেতে চাইছিলেন, কিন্তু জনসাধারণ তাকে সামলাতেও ব্যর্থ হন।
জানাজার নামাজ ইমামতি করেন কাজী মাওলানা মিজানুর রহমান। তাকবিরের সময় শত শত মানুষ হাতে দোয়া তুলে সাজিদের মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারকে ধৈর্য ধরার তৌফিকের জন্য প্রার্থনা করেন।
সাজিদের বাবা রাকিবুল ইসলাম গর্ত খননকারীর প্রতি বিচার দাবি করেছেন। ঘটনাস্থল ও পুরো গ্রাম শোকে স্তব্ধ। স্থানীয়রা একমত, শিশু সাজিদের জানাজা ও দাফনের দৃশ্য স্মরণীয় হয়ে থাকবে।
গত বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে সাজিদ গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে পড়ে নিখোঁজ হয়েছিলেন। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৫০ ফুট মাটি খনন করে রাত ৯টার দিকে তাকে উদ্ধার করেন। শিশুটির মৃত্যুর ঘটনায় পুরো গ্রাম সহ তার পরিবার শোকে নিমগ্ন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন