সাধারণ শিক্ষার্থীদের ধাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে দৌড়ে পালালেন আওয়ামীপন্থি নীল দলের সমালোচিত ও বিতর্কিত শিক্ষক অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে গিয়ে শিক্ষার্থীদের ধাওয়ার মুখে পড়েন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামীপন্থি নীল দলের আরেক শিক্ষক প্রফেসর জিনাত হুদা।
এর আগে, বৃহস্পতিবার দুপুরে আ ক ম জামাল ও জিনাত হুদাসহ কয়েকজন শিক্ষক সামাজিক বিজ্ঞান অনুষদ যান। ক্যাম্পাসে তাদের প্রবেশের খবরে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের সামনে জড়ো হন সাধারণ শিক্ষার্থীরা। দুপুর ১টার দিকে ভবন থেকে বের হতেই ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়েরের নেতৃত্বে আ ক ম জামালকে ধাওয়া দেওয়া হয়। পরে তিনি দৌড়ে ভবনের নিচে রাস্তায় চলে যান। এ সময় সিঁড়িতে জুবায়ের শিক্ষক জামালকে জাপটে ধরে রাখার চেষ্টা করেন, বেশ কিছুক্ষণ ধস্তাধস্তিও হয়।
জামাল উদ্দিনদের দৌড়ে পালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে জুবায়েরকে বলতে শোনা যায়, ‘আপনি যেতে পারবেন না। আপনি শিক্ষার্থীদের ব্রাশ ফায়ার করে মেরে ফেলার কথা বলেছেন। শিক্ষার্থীদের খুন করার কথা বলছেন যারা, তারা কীভাবে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে?’ এ সময় জুবায়ের উচ্চৈস্বরে সহপাঠীদের পুলিশকে কল করতে বলেন। এক পর্যায়ে দৌড়ে জামাল উদ্দিনরা তাদের সঙ্গে থাকা প্রাইভেট কারে উঠে ক্যাম্পাস ত্যাগ করেন।
ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের এক ফেসবুক পোস্টে লেখেন, ‘স্বঘোষিত রাজাকারের বাচ্চাগুলোরে ধইরা ধইরা ব্রাশ ফায়ার দিতে হবে’ বলা আওয়ামী লীগের কুলাঙ্গার শিক্ষক আ ক ম জামাল ও নীল দলের পোস্টেড নেতা জিনাত হুদাসহ ৫ জন ফ্যাসিস্টের দোসর শিক্ষক আজকে ক্যাম্পাসে এসে গোপন মিটিংয়ে যুক্ত হয়েছিল। খবর পেয়ে আমরা তাদের পাকড়াও করে পুলিশে দেওয়ার চেষ্টা করি। কিন্তু আনফরচুনেটলি আগে থেকে প্রস্তুত করে রাখা গাড়িতে উঠে পালিয়ে যায় কুলাঙ্গারগুলো।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন