বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ০৩:০২ এএম

ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলে তেজগাঁও কলেজ শিক্ষার্থীর মৃত্যু

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ০৩:০২ এএম

তেজগাঁও কলেজ। ছবি : সংগৃহীত

তেজগাঁও কলেজ। ছবি : সংগৃহীত

রাজধানীর তেজগাঁও কলেজে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে মাদক সেবন ও নিয়ন্ত্রণ নিয়ে চলা দীর্ঘদিনের কোন্দলের জেরে সাকিবুল হাসান রানা নামের এক উচ্চমাধ্যমিক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

গত ৬ ডিসেম্বর রাতে কলেজ ছাত্রাবাসে এই দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত সাকিব চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১০ ডিসেম্বর) মালিবাগের একটি বেসরকারি হাসপাতালে মারা যান।

কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামিমা ইয়াসমিন শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, সাকিবের এক আত্মীয় তাকে মৃত্যুর খবর জানিয়েছেন। 

তিনি বলেন, সাকিব আমাদের মাঝে আর নেই। আমরা খুবই মর্মাহত। কথা বলার মতো ভাষা নেই।

৬ ডিসেম্বরের সংঘর্ষে সাকিব ছাড়াও আহত হন হৃদয় আহমেদ (মানবিক বিভাগ, সেশন ২০২৪-২৫) এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থী জান্নাত (মানবিক বিভাগ, সেশন ২০২৫-২৬)। তাদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অভিযোগ রয়েছে, জান্নাত ছাত্রদলের একটি প্রভাবশালী গ্রুপের সহায়তায় ছাত্রাবাসে অবস্থান করতেন।

শিক্ষার্থীদের অভিযোগ, এসব কর্মকাণ্ডের বিরোধিতা করলে ফেসবুকে গুজব ছড়িয়ে বা সরাসরি হুমকি দিয়ে ভয় দেখানো হয়। ভয়ের কারণে সাধারণ শিক্ষার্থীরা কেউ মুখ খোলেন না। ভর্তিবাণিজ্য থেকে শুরু করে ফরম-ফিলাপ বাণিজ্যেও ছাত্রদলীয় গ্রুপগুলো জড়িত বলে অভিযোগ তাদের।

শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সাকিবের মৃত্যু হয়েছে। এই ঘটনায় হোস্টেল সুপার বাদী হয়ে তেজগাঁও থানায় একটি মামলা করেছেন।

ওসি আরও জানান, মৃত্যুর পর পুলিশকে না জানিয়েই সাকিবের পরিবার লাশ গাজীপুরের শ্রীপুরে নিয়ে যায়। ময়নাতদন্ত ছাড়া দাফন না করতে পরিবারকে নির্দেশ দেওয়া হয়েছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!