মহান বিজয় দিবসকে ঘিরে ‘অশ্লীল মন্তব্য’ ও ‘কটূক্তির’ প্রতিবাদ জানাতে ইউটিউবার ইলিয়াস হোসেন ও পিনাকী ভট্টাচার্যের কুশপুত্তলিকা দাহ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (১০ ডিসেম্বর) রাত ৯টার দিকে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন—‘পিনাকীর দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘ইলিয়াসের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘পাকিস্তানিদের ঠিকানা, এই বাংলায় হবে না’।
আয়োজকদের একজন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আরাফাত চৌধুরী বলেন, পিনাকী ভট্টাচার্য ও ইলিয়াস হোসেন মহান বিজয়ের মাসে ১৬ ডিসেম্বরকে নিয়ে ‘অশ্লীল ও অশ্রাব্য’ বক্তব্য দিয়েছেন। এর প্রতিবাদ জানিয়েই তাঁরা কুশপুত্তলিকা দাহ করেছেন।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী হিসেবে আমরা এসব বক্তব্য মেনে নিতে পারি না।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন