রাজশাহীর তানোরে ৮ ইঞ্চি ব্যাসার্ধের সরু একটি গর্ত দিয়ে মাটির প্রায় ৩৫ ফুট গভীরে পড়ে গেছে ২ বছর বয়সী শিশু সাজিদ। গর্তে পড়ার সাড়ে ১০ ঘণ্টা পেরিয়ে গেলেও বুধবার রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
শিশুটির নাম সাজিদ। তার বাবার নাম রাকিবুল ইসলাম। কোয়েলহাট পূর্বপাড়া গ্রামেই তাদের বাড়ি।
ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম জানান, শিশুটিকে উদ্ধারে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে। ‘এ পর্যন্ত ১৮ ফুট খনন করা হয়েছে। বাকি অংশ খনন করতে ভোর হয়ে যেতে পারে,’ বলেন তিনি।
দিদারুল ইসলাম আরও জানান, শিশুটিকে জীবিত রাখতে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে এবং স্কেভেটর দিয়ে গর্তের পাশ দিয়ে খনন কাজ চলছে। খনন সম্পন্ন হতে ভোর পর্যন্ত সময় লাগতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

-20251210164715.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন