বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং চিকিৎসার প্রতি সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
আজ বুধবার (১০ ডিসেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
ডা. জাহিদ জানান, বেগম জিয়া বর্তমানে সংকটাপন্ন অবস্থায় থাকলেও তাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘তিনি আইসিইউতে আছেন। একজন সংকটাপন্ন রোগীর জন্য যে ধরনের চিকিৎসা প্রয়োজন, তার সবকিছুই দেওয়া হচ্ছে। তিনি চিকিৎসা নিতে পারছেন এবং চিকিৎসার পর রেসপন্সও করছেন। কোনো গুজবে কান দেবেন না।’
তিনি আরও জানান, ‘গত শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি জটিলতা এবং বেগম জিয়ার ফ্লাই করার অনুপযুক্ত শারীরিক অবস্থার কারণে তাকে বিদেশে নেওয়া সম্ভব হয়নি। তবে তার স্বাস্থ্য ভালো রাখার জন্য মেডিকেল বোর্ড সর্বোচ্চ চেষ্টা করছে। প্রয়োজনে যে কোনো সময়ে বিদেশেও নেওয়া হতে পারে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তত্ত্বাবধানে গঠিত মেডিকেল বোর্ড সার্বক্ষণিকভাবে তার চিকিৎসা পর্যবেক্ষণ করছে বলে জানান ডা. জাহিদ। বোর্ডে দেশীয় চিকিৎসকদের সঙ্গে বিদেশি বিশেষজ্ঞরাও যুক্ত থাকায় রাতের দিকে তাদের বৈঠক আয়োজন করতে হয়। তিনি বলেন, ডা. জুবাইদা রহমানও সার্বক্ষণিকভাবে চিকিৎসার বিষয়ে নজর রাখছেন।
২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন বেগম খালেদা জিয়া। ২৭ নভেম্বর ফুসফুসে সংক্রমণ বেড়ে যাওয়ায় তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নেওয়া হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে। ৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় আসেন ডা. জুবাইদা রহমান, উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে।
৮০ বছর বয়সী খালেদা জিয়া হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছেন।
এদিকে, বিকেলে তার শরীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। তিনি চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করে বর্তমান অবস্থা, চলমান চিকিৎসা ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন