বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ১০:৪৬ পিএম

অস্ত্রের মুখে নির্মাণাধীন রাস্তার ২২ ড্রাম পিচ ডাকাতি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ১০:৪৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়ীতে ঠিকাদারের পাহারাদারকে অস্ত্রের মুখে জিম্মি করে নির্মাণাধীন রাস্তার ২২ ড্রাম পিচ (বিটুমিন) ডাকাতির ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় বড়শরা ঠাকুরবাড়ি মোড় থেকে চেরাগ আলী মোড় পর্যন্ত কাঁচা রাস্তা পাকাকরণ (পিচ কার্পেটিং) প্রকল্পের কাজ চলছে। ২০২৪–২৫ অর্থবছরে ১ কোটি ১১ লাখ ৫৩ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটি মেসার্স এম এস কাওসার অ্যান্ড ব্রাদার্স কার্যাদেশ পেলেও বাস্তবায়ন করছেন ঢাকার ব্যবসায়ী হুমায়ুন কবীর।

মঙ্গলবার মধ্যরাতে সেঙ্গুয়া এলাকায় নির্মাণসামগ্রী মজুতস্থলে হেলমেট ও মাস্ক পরিহিত ১০–১২ জন মুখোশধারী ডাকাত পাহারাদার আনোয়ার হোসেনকে অস্ত্রের মুখে জিম্মি করে। তারা মাথায় পিস্তল ঠেকিয়ে চিৎকার করতে নিষেধ করে ভয়ভীতি দেখায়।

পরে একে একে ২২ ড্রাম পিচ ট্রাকে তুলে নিয়ে দ্রুত সটকে পড়ে। ডাকাতরা চলে যাওয়ার পর পাহারাদারের চিৎকারে স্থানীয়রা ছুটে এলেও তাদের আর পাওয়া যায়নি।

পাহারাদার আনোয়ার হোসেন বলেন, ডাকাতরা দুইটি পিস্তল তার মাথায় ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয়। পরে আরও কয়েকজন এসে দ্রুততার সঙ্গে ড্রামগুলো ট্রাকে তোলে। ডাকাতির ঘটনায় প্রায় ৩ লাখ টাকার পিচ লুট হয়েছে বলে জানা গেছে।

সরিষাবাড়ী থানার এসআই বিকাশ চন্দ্র সরকার বলেন, ‘মৌখিকভাবে খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঠিকাদারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Link copied!