সচিবালয়ের নন-ক্যাডার কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলনের মুখে প্রায় প্রায় সাত ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশি সহায়তায় বাসায় ফিরেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি আশ্বাস দিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার বেলা তিনটার মধ্যে সচিবালয়ের কর্মচারীদের জন্য ঝুঁকি ভাতা সম্পর্কিত প্রজ্ঞাপন জারি হতে পারে।
অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা দুদক কর্মচারীদের সমান ঝুঁকি ভাতা প্রদানের দাবি জানিয়ে আসছিলেন। দুদকের কর্মচারীরা তাদের মূল বেতনের ৩০ শতাংশ ঝুঁকি ভাতা পান, কিন্তু সচিবালয়ের কর্মচারীরা এই সুযোগ থেকে বঞ্চিত।
বুধবার (১০ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে কর্মচারীরা অর্থ উপদেষ্টার কার্যালয়ের সামনে সমবেত হয়ে স্লোগান দিতে থাকেন। উপস্থিত ছিলেন নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় হ্যান্ডমাইকে তারা উপদেষ্টা, মন্ত্রী ও সচিবেরা যে রাত পর্যন্ত অফিসে থাকেন, তাদের মতোই নিয়মিত ভাতা প্রদানের দাবি জানান।
অবস্থান শুরু হওয়ার আগে অর্থ উপদেষ্টা সকালে ঢাকার আগারগাঁওয়ে আয়োজিত জাতীয় ভ্যাট দিবসের সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনার শেষে তিনি কার্যালয়ে ফেরেন, এরপর কর্মচারীরা পুনরায় তার কার্যালয়ের সামনে সমবেত হন।
অবস্থানকারীদের একজন জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তাদের এই বিষয়ে ক্ষোভ ছিল। এর আগে রেশনের দাবিতে তারা অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করেছিলেন, কিন্তু আশ্বাস দেওয়ার পরও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা চালুর প্রতিশ্রুতিও বাস্তবায়িত হয়নি। নতুন বেতন কমিশনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। অর্থ উপদেষ্টা ইতোমধ্যেই জানিয়েছেন, নতুন বেতন কমিশনের বাস্তবায়ন নির্বাচিত সরকারের দায়িত্ব।
সিনিয়র কর্মকর্তা মো. নুরুজ্জামাল জানিয়েছেন, ‘অর্থ উপদেষ্টা আজ আশ্বাস দিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার বেলা তিনটার মধ্যে সচিবালয়ের কর্মচারীদের জন্য ঝুঁকি ভাতা হিসেবে ৩০ শতাংশ প্রজ্ঞাপন জারি করা হবে।’
এসময়, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং অর্থ বিভাগের বিভিন্ন উইংয়ের অতিরিক্ত সচিবেরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন