বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০৯:৪৮ পিএম

সেমিফাইনালে বাংলাদেশের জারিফ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০৯:৪৮ পিএম

জারিফ আবরার। ছবি- সংগৃহীত

জারিফ আবরার। ছবি- সংগৃহীত

প্রায় পৌনে তিন ঘণ্টার এক রুদ্ধশ্বাস ও নাটকীয় লড়াইয়ে ভারতের শৌনক চ্যাটার্জিকে পরাজিত করে ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছেছেন বাংলাদেশের জারিফ আবরার।

এ দিন প্রথম সেটে পিছিয়ে পড়েও অসামান্য দৃঢ়তা দেখিয়ে তিনি ৫-৭, ৬-২, ৭-৫ গেমে জয় ছিনিয়ে নেন।

রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের শুরু থেকেই ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জারিফকে ৫-৭ গেমে পরাজিত করে লিড নেন শৌনক চ্যাটার্জি।

তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান জারিফ। শক্তিশালী সার্ভিস এবং নিয়ন্ত্রিত ভলি দিয়ে প্রতিপক্ষকে কাবু করে ৬-২ গেমে সেট জিতে ম্যাচে সমতা ফেরান তিনি।

নির্ণায়ক সেটে চরম নাটকীয়তা দেখা যায়। শুরুতে জারিফ ৩-০ গেমে এগিয়ে গেলে মনে হচ্ছিল সহজ জয় আসতে চলেছে। কিন্তু অবিশ্বাস্যভাবে ম্যাচে ফিরে আসেন শৌনক চ্যাটার্জি—পরপর গেম জিতে ৫-৩ গেমে লিড নিয়ে জারিফকে চরম চাপের মুখে ফেলে দেন।

তবে এই পরিস্থিতিতেই জারিফ তার সেরা টেনিস তুলে ধরেন। পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত লড়ে গিয়ে ৭-৫ ব্যবধানে সেট ও ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেন তিনি।

ম্যাচ শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে জারিফ আবরার বলেন, ‘আজ আমার ভাগ্য সহায় ছিল। এই ম্যাচ জেতার কথা ছিল না। একটা সময় আমি ৩-৫-এ পিছিয়ে ছিলাম। জাস্ট মোমেন্টটাম শিফট হয়েছে।’

প্রতিপক্ষের শক্তির প্রশংসা করে তিনি বলেন, ‘ভারতের যে প্রতিপক্ষ, ওর পাওয়ার অনেক বেশি। ওটা কাভার দেওয়াটা আমার জন্য কঠিন ছিল।’

সেমিফাইনালে কাল বিকেল ৩টায় থাইল্যান্ডের আরিয়াফোল লিকুলের মুখোমুখি হবেন জারিফ।

রূপালী বাংলাদেশ

Link copied!