ভয় সাহিত্যের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ
অক্টোবর ১৯, ২০২৫, ১১:১২ পিএম
ভয় মানুষের অন্যতম প্রাচীন অনুভূতি। আদিম মানুষ অন্ধকার, বজ্রপাত, জঙ্গল, মৃত্যু ও অজানার ভয়ে ভীত থাকত। সেই ভয়ই ধীরে ধীরে রূপ নেয় গল্পে, রূপকথায় ও কাহিনিতে। আমাদের লোককাহিনিতে যেমন পেত্নী, ডাইনি, মামদো ভূত বা শাকচুন্নির উপস্থিতি দেখা যায়, তেমনি বিদেশি সাহিত্যে দেখা মেলে ড্রাকুলা, ওয়ারউলফ বা অতিপ্রাকৃত প্রাণীদের। প্রাচীনকালে মুখে...