বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও অন্যান্য নারী ক্রিকেটারদের দীর্ঘদিনের বঞ্চনার অভিযোগের পর অবশেষে ঐতিহাসিক এক সিদ্ধান্ত নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এখন থেকে দ্বিপক্ষীয় সিরিজের সফরে নারী ক্রিকেটাররাও ছেলেদের সমান দৈনিক ভাতা ও ট্যুর ফি পাবেন। এর মাধ্যমে নারী ক্রিকেটে আর্থিক সুযোগ-সুবিধার ক্ষেত্রে চলে আসা বৈষম্যের অবসান ঘটল।
বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সম্প্রতি বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, নতুন এই সিদ্ধান্তের ফলে এখন থেকে পুরুষ ও নারী ক্রিকেটাররা সমহারে ভাতা পাবেন।
এতদিন পুরুষ ক্রিকেটাররা দৈনিক মোট ১১৫ ডলার (ভাতা ৭৫ ডলার + ট্যুর ফি ৪০ ডলার) পেলেও নারী ক্রিকেটাররা পেতেন মাত্র ৭৫ ডলার। এই বৈষম্যমূলক ব্যবধান আর থাকছে না।
সম্প্রতি জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বেতন, ম্যাচ ফিসহ আর্থিক সুযোগ-সুবিধায় বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ এনেছিলেন। তিনি জানিয়েছেন, মেয়েদের ক্রিকেটে ছেলেদের সমান সুযোগ-সুবিধা দেওয়া হয় না। তার এই জোরালো দাবির পরপরই বিসিবি কর্তৃপক্ষ নড়েচড়ে বসে।
নারী বিভাগ সূত্রে জানা গেছে, বিসিবির সর্বশেষ বোর্ড সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি অনুমোদিত হয়। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের বিশেষ উদ্যোগে এটি পাস করা হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন