ঢাকা শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫

সিএনজি ছিনতাই চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৭:০৪ পিএম
ছবি- সংগৃহীত

রাজধানী ঢাকা ও মুন্সীগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে সিএনজি ছিনতাই চক্রের ৯ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ সদর দপ্তরের ।

গ্রেপ্তারকৃতরা হলো- মো. করিম মিয়া (৪৩), মো. মান্নান খান (৬৬), মনসুর ওরফে মোশারফ (৪৩), মজিবর (৫৪) জসিম (৩৭), মনির (৪৫), মো. জামাল হোসেন (৬৬), তৌহিদুল ইসলাম রবিন (২৬) ও ইউনুস (৫০)।

ডিবি সূত্রে জানা যায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে যাত্রীবেশে সিএনজি ভাড়া করে চালকদের চেতনানাশক ট্যাবলেট খাইয়ে সিএনজি ছিনতাই করতো।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেন জানান পুলিশ কর্মকর্তারা।