রাজধানীর মোহাম্মদপুর ও নিউমার্কেট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে মোহাম্মদপুরে ৩৩ জন এবং নিউমার্কেট এলাকায় ৪ জনকে আটক করা হয়েছে।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে একযোগে অভিযান চালানো হয়। এ সময় নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত ব্যক্তি, চুরি ও মাদক সংশ্লিষ্ট অপরাধে জড়িতদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা, চারটি চাকু ও নগদ ১২০০ টাকা উদ্ধার করেছে পুলিশ।
মোহাম্মদপুর থানা থেকে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে আছেন- মো. জাহিদ, রায়হান, হৃদয় হোসেন মিরাজ, লাড্ডু, রনি, শুভ, আকাশ, জসিম, রাসেল, আবুল কালাম আজাদ, পিয়াজ সুজন, আরমান, নূর মোহাম্মদ চৌধুরী ওরফে মারুফ, শফিক গালি, মুন্না সরদার, মোশারফ হোসেন ওরফে এসকে, উজ্জ্বল হোসেন, রবিন মিয়া, আলামিন, জামান, আব্দুর রহিম, আকাশ খন্দকার, গোলাম মুর্শিদ আকাশ ওরফে রাসেল, ইউসুফ ওরফে কোবরা ইউসুফ, লাল, আকরাম হোসেন, শাহিন খান, ওমর ফারুক, রাকিব আহমেদ, মেহেদী হাসান সাগর, সাকিব ও মাসুদ।
গ্রেপ্তারদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ।
অন্যদিকে, নিউমার্কেট থানার পুলিশ পৃথক অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন- রহমান (২১), আমির (২৭), রবিউল (২০) এবং রফিকুল (৩৫)।
দুই থানার কর্মকর্তারা জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিশেষ অভিযান চলবে।

