ঢাকা শনিবার, ০১ নভেম্বর, ২০২৫

সালথায় ৬ মামলার আসামি ইমদাদকে আটক করেছে পুলিশ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০১:৩২ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনাতন্দী গ্রাম থেকে বিস্ফোরক মামলাসহ মোট ছয় মামলার আসামি দুর্ধর্ষ চোর মো. ইমদাদ কাজী (৩৮) কে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩১ অক্টোবর) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে সালথা থানার একটি টিম তাকে ঐ এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে শনিবার (১ নভেম্বর) দুপুরে তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়। আটককৃত ইমদাদ কাজী ওই গ্রামের মৃত সিদ্দিক কাজীর ছেলে।

পুলিশ জানায়, ইমদাদ কাজী দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে বিস্ফোরক আইন, চুরি ও সাধারণ অপরাধের অভিযোগে সালথা থানায় একাধিক মামলা রয়েছে।

এসব মামলার মধ্যে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় তাকে আটক করা হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে সোনাতন্দী গ্রামে অভিযান চালানো হয়। এ সময় বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইমদাদ কাজীকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে আরও পাঁচটি মামলা রয়েছে। শনিবার দুপুরে তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।”

ওসি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চলমান মামলাগুলোর তদন্ত দ্রুত সম্পন্ন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইমদাদ কাজী এলাকায় চোরাই পণ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একাধিকবার অভিযুক্ত হয়েছেন। পুলিশ তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলারও তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।