ঢাকা শনিবার, ০১ নভেম্বর, ২০২৫

নৌ-পুলিশের অভিযানে ৬০ ভারতীয় ফোসকাসহ আটক ৪

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০৩:০১ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

মেঘনা নদীতে নৌ থানা পুলিশের অভিযানে ৬০ বস্থা ভারতীয় ফোসকা ও প্রায় সাড়ে ছয় হাজার পিস জিলেট ব্লেড উদ্ধারসহ জব্দ করেছে পুলিশ। এ সময় ভারতীয় পণ্য পাচারের অভিযোগে ৪ পাচারকারীকে গ্রেপ্তার ও একটি বাল্কহেড (নৌকা) জব্ধ করা হয়।

অবৈধ পণ্য চোরাচালানের অভিযোগে নৌ পুলিশ বাদী হয়ে আশুগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা করবেন বলে জানায় ভৈরব নৌ পুলিশ।

ভৈরব নৌ থানার উপ-পরিদর্শক মো. সফিকুল ইসলাম বলেন, নৌ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের দিক নির্দেশনায় ভৈরব মেঘনা নদীতে রাত্রীকালীন নিয়মিত ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে মা মনি ইটাখলা সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি বাল্কহেড আটক করে তাতে তল্লাশি করি।

তল্লাশি করে বাল্কহেডে রক্ষিত ৬০ বস্তা ভারতীয় ফোসকা উদ্ধার ও বাল্কহেডের মাঝিসহ চারজনকে আটক করা হয়।

অবৈধ মালামাল ব্যবহারে ব্যবহৃত হওয়ায় বাল্কহেড নৌকাটিও জব্দ করা হয়েছে। এ ফোসকা ভারতীয় সীমান্তের সুনামগঞ্জ জেলার তাহিড়পুর এলাকা থেকে সংগ্রহ করে ভৈরব ও আশুগঞ্জসহ বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে বলে আটককৃতরা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এ বিষয়ে নৌ পুলিশ বাদী হয়ে আশুগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।