ঢাকা রবিবার, ০২ নভেম্বর, ২০২৫

নারী বিশ্বকাপের ফাইনালে মঞ্চ মাতাবেন সুনিধি চৌহান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০৫:১২ পিএম
বলিউডের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান। ছবি- সংগৃহীত

ভারতের নভি মুম্বাইয়ে অনুষ্ঠিতব্য আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে জমকালো আয়োজনে পারফর্ম করতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান।

ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার এই শিরোপা লড়াইয়ে দর্শকদের মাতাতে থাকছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।

জানা গেছে, ইনিংস বিরতিতে প্রায় ৬০ জন নৃত্যশিল্পী নিয়ে মঞ্চে উঠবেন সুনিধি। থাকছে বিশেষ ইফেক্ট–সমৃদ্ধ আতশবাজির শো, বিখ্যাত কোরিওগ্রাফার সঞ্জয় শেঠির তত্ত্বাবধানে লেজার শো।

এবং ৩৫০ জন মাস্ট কাস্ট পারফর্মার এবং ড্রোন ডিসপ্লে। সব মিলিয়ে আয়োজনকে সাজানো হয়েছে বর্ণিল ও নজরকাড়া মাত্রায়।

শুরুতেই ভারতের জাতীয় সংগীত পরিবেশন করবেন সুনিধি চৌহান। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার জাতীয় সংগীত গাইবেন কেপ টাউনের শিল্পী টারিন ব্যাংক।

ফাইনালের আগেই উচ্ছ্বাস প্রকাশ করে সুনিধি বলেন, নারী বিশ্বকাপের মতো একটি আসরে পারফর্ম করতে পারা সম্মানের। ভারতের ফাইনাল এবং দর্শকে ভরা গ্যালারিতে দিনটি হবে স্মরণীয়।

সুনিধি চৌহান ভারতের অন্যতম প্রতীকী কণ্ঠশিল্পী। বিশ্বজুড়ে তার অ্যালবাম বিক্রি হয়েছে ৫ কোটি’রও বেশি, অর্জন করেছেন বহু সম্মাননা। ২০১৫ সালে নিউ ইয়র্কে কোল্ডপ্লের অনুষ্ঠানে ওপেনিং করে ইতিহাস গড়েন তিনি। চারবার জায়গা পেয়েছেন ফোর্বস ইন্ডিয়ার ‘সেলিব্রিটি ১০০’ তালিকায়।

২০২৩ সালে তিনি শুরু করেন আন্তর্জাতিক কনসার্ট ট্যুর ‘আই অ্যাম হোম’। দুবাইয়ের কোকা-কোলা অ্যারেনা থেকে শুরু হয়ে শোটি জমজমাট হয় লন্ডনের ওয়েম্বলি অ্যারেনা, সিঙ্গাপুর, কলকাতা এবং যুক্তরাষ্ট্রের একাধিক ভেন্যুতে।