ঢাকা শনিবার, ০১ নভেম্বর, ২০২৫

এশিয়া কাপ ট্রফি নিয়ে যা বলল ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০৭:০৫ পিএম
ছবি: সংগৃহীত

পাকিস্তানকে ফাইনালে পাঁচ উইকেটে হারিয়ে এশিয়া কাপ জিতলেও ভারতের হাতে এখনও ট্রফি পৌঁছায়নি। কারণ, এসিসি (এশিয়া ক্রিকেট কাউন্সিল) চেয়ারম্যান মহসিন নাকভি ট্রফি নিজ হাতে দিতে চেয়েছেন এবং অন্য কারও মাধ্যমে দেওয়াকে সম্মতি দেননি।

ভারতের অবস্থানও অনড় থাকায় ফাইনালের এক মাস পেরিয়ে গেলেও ট্রফি এখনও বোর্ডের হাতে পৌঁছায়নি।

বিসিসিআই সচিব দেবজিৎ শাইকীয়া শুক্রবার জানিয়েছেন, এক মাস পেরিয়ে গেলেও ট্রফি আমাদের হাতে দেওয়া হয়নি। আমরা বিষয়টি নিয়ে বারবার যোগাযোগ করেছি। আশা করি এক থেকে দুই দিনের মধ্যে মুম্বইয়ে বোর্ডের কার্যালয়ে ট্রফি চলে আসবে।

তিনি আরও বলেছেন, যদি নাকভি এখনও অবস্থান পরিবর্তন না করেন, তাহলে পরবর্তী সময়ে আমরা আরও কড়া পদক্ষেপ নেব। ৪ নভেম্বর আইসিসির বৈঠকে বিষয়টি তুলে ধরা হবে। তবে ভারতবাসীকে আশ্বস্ত করতে পারি, ট্রফি দেশে আসবেই।

শাইকীয়া জানান, ভারত পাকিস্তানকে সব ম্যাচেই হারিয়েছে। আমরা শিরোপা জিতেছি। সব হিসাব আমাদের কাছে রয়েছে। শুধু ট্রফি এখনও হাতে নেই। আশা করি, শিগগিরই বিষয়টি সমাধান হবে।