ঢাকা শনিবার, ০১ নভেম্বর, ২০২৫

আবারও অধিনায়কের দায়িত্বে নাজমুল হোসেন শান্ত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০৬:৩৩ পিএম
নাজমুল হোসেন শান্ত। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, টেস্ট দলে আবারও অধিনায়ক হিসেবে ফিরছেন নাজমুল হোসেন শান্ত।

গত জুনে শ্রীলঙ্কা সফরের আগে জানতে পারেন তিনি আর ওয়ানডে অধিনায়ক নন। এরপর টেস্ট সিরিজ শেষ হওয়ার পর তিনি নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন।

তবে পরবর্তী চার মাসে কোনো টেস্ট খেলার সূচি না থাকায় এবং আসন্ন আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে বোর্ডের সিদ্ধান্ত, আবারও তাকে টেস্ট দলে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে।

আজ শনিবার (১ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

জানা গেছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রে টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন শান্ত।

বাংলাদেশের সবশেষ টেস্ট ম্যাচের সময় অধিনায়ক ছিলেন শান্ত। তিনিই আবার ফিরলেন দায়িত্বে। এর ফলে আবারও তিন ফরম্যাটে ভিন্ন অধিনায়কে ফিরে গেল বাংলাদেশ ক্রিকেট দল।

টি-টোয়েন্টির অধিনায়ক লিটন দাস, ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ আর টেস্টের অধিনায়ক শান্ত। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজটি অবশ্য চ্যাম্পিয়নশিপের অংশ নয়। তবে শান্তই অধিনায়কত্ব করবেন।

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে সিলেটে, ১১ নভেম্বর থেকে। ঢাকার মিরপুরে দ্বিতীয় টেস্ট ১৯ নভেম্বর থেকে।