ঢাকা শনিবার, ০১ নভেম্বর, ২০২৫

সাতক্ষীরায় আওয়ামী লীগ ও কৃষক লীগ নেতা গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০৮:০৬ পিএম
সাতক্ষীরায় আওয়ামী লীগ ও কৃষক লীগ নেতা গ্রেপ্তার

সাতক্ষীরায় পুলিশের অভিযানে এক আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান ও কৃষক লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। কলারোয়া থানা সূত্র জানায়, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী মাহবুবর রহমান (৫৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (০১ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার খোর্দ্দো বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কলারোয়া থানার ওসি শেখ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গাজী মাহবুবর রহমানের বিরুদ্ধে তদন্তাধীন মামলা নং-১, তারিখ ০৪/০৯/২০২৪ রয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে পাটকেলঘাটা থানা কৃষক লীগের সদস্যসচিব পাইলটকে পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার রাত ১১টার সময় তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়রা জানায় কৃষক লীগ নেতা পাইলট পাটকেলঘাটা বাজারের দোকান ও বাড়ির দেয়ালে জয় বাংলা লেখার সময় একটি রাজনৈতিক দলের নেতারা তাকে আটক করে পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ এসে তাকে থানা হেফাজতে নেয়। শনিবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে পাটকেলঘাটা থানার ওসি মো. শাহিনুর রহমান এ প্রতিবেদককে জানিয়েছে।