ঢাকা রবিবার, ০২ নভেম্বর, ২০২৫

চা বাগান এলাকায় পড়ে ছিলেন তরুণী, গলায় গভীর কাটা দাগ

সিলেট ব্যুরো
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০৯:৪৩ পিএম
চা বাগান এলাকায় পড়ে ছিলেন তরুণী, গলায় গভীর কাটা দাগ

সিলেট নগরীর তারাপুর চা বাগান এলাকা থেকে গলাকাটা অবস্থায় এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০১ নভেম্বর) বেলা ১১টার দিকে তারাপুর চা বাগানের পাশের সড়ক থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বৃষ্টির মধ্যে চা বাগানের সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় তরুণীকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, “তরুণীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার গলায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং তিনি কথা বলতে পারছেন না। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।” তিনি আরও বলেন, “তরুণীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কীভাবে ঘটনাটি ঘটেছে, তা উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।”