বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কের দায়িত্বে থাকছেন নাজমুল হোসেন শান্তই। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে অধিনায়কের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত জুনে শ্রীলঙ্কা সফরে পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সিরিজ খেলতে যাওয়ার আগে দেশে সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলন শেষে নাজমুল হোসেন শান্ত জানতে পারেন তিনি ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পাচ্ছেন না। পরে সেই শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন নাজমুল। এরপর সাড়ে চার মাসের মতো টেস্ট খেলার কোনো সূচি ছিল না বাংলাদেশের। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। এ সিরিজের জন্য টেস্ট অধিনায়ক বেছে নিতেই হতো বোর্ডকে। টেস্ট অধিনায়ক হিসেবে লিটন কুমার দাস, ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নাম শোনা গিয়েছিল। তবে আবারও নাজমুলকেই টেস্ট অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
২০২৫-২০২৭ আইসিসি বিশ্ব চ্যাম্পিয়নশিপ চক্রের শেষ পর্যন্ত বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্বে থাকবেন নাজমুল। ২০২৩ সালে টেস্ট দলের অধিনায়ক হয়েছিলেন তিনি। তার নেতৃত্বে ১৪টি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। এবার ২৭ বছর বয়সি এই ব্যাটসম্যানের প্রতিই আস্থা রাখল বোর্ড। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘শান্ত নিজেকে প্রমাণ করেছে। তার নেতৃত্বে দল উন্নতি করেছে। বোর্ড মনে করে তার নেতৃত্বে দল টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে আরও এগিয়ে যাবে।’ অধিনায়ক হিসেবে টেস্ট দলের দায়িত্বে ফেরা প্রসঙ্গে নাজমুল বলেন, ‘বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব চালিয়ে যাব বলে আমি সত্যিই সম্মানিত। আমার প্রতি বিশ^াস ও আস্থা রাখার জন্য ক্রিকেট বোর্ডের প্রতি কৃতজ্ঞতা। দেশকে টেস্ট ক্রিকেটে নেতৃত্ব দেওয়া আমার জীবনের গর্ব। আস্থার প্রতিদান দেওয়ার জন্য সর্বোচ্চটা দিয়ে দায়িত্ব পালনের চেষ্টা করব।’

