চায়ের রাজ্যে নীরব দুর্ভিক্ষ
ডিসেম্বর ১, ২০২৪, ০১:০৮ এএম
মোটেও ভালো নেই চায়ের রাজ্য। বাগানে বাগানে চলছে হাহাকার। কাজ নেই, হাজার হাজার চা-শ্রমিক বেকার। কাজের অভাবে পাগলপারা। ঘরে খাবার নেই, এক বেলা খেলে আরেক বেলার জন্য হাত পাততে হয় অন্যের কাছে। দেনার ভারে মুহ্যমান হয়ে পড়েছেন তারা। কাজ ও ক্ষুধার জ্বালায় যখন শ্রমিকদের মধ্যে বিরাজ করছে হতাশা, তাদের জন্য...