ঢাকা রবিবার, ০২ নভেম্বর, ২০২৫

জাকির নায়েকের ঢাকা সফর নিয়ে ভারতকে জবাব দিল ঢাকা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০৯:৪১ পিএম
ডা. জাকির নায়েক। ছবি - সংগৃহীত

বিশিষ্ট ইসলামী স্কলার ডা. জাকির নায়েকের সম্ভাব্য ঢাকা সফর নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্যের জবাব দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার (০১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম (বাসস)-কে বলেন, ‘ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন বিশিষ্ট ইসলামী স্কলার বা ধর্মীয় ব্যক্তিত্বের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে যে মন্তব্য করেছেন, তা আমাদের নজরে এসেছে।’

তিনি আরও বলেন, ‘আমরাও বিশ্বাস করি যে, কোনো দেশের অন্য দেশের কোনো অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়।’

উল্লেখ, আগামী ২৮–২৯ নভেম্বর রাজধানীতে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসতে পারেন ডা. জাকির নায়েক।

এর আগে, গত ৩০ অক্টোবর নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন, ‘জাকির নায়েক একজন পলাতক আসামি। তিনি ভারতে ওয়ান্টেড। তাই আমরা আশা করি, তিনি যেখানেই যান না কেন, সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে।’