ঢাকা শনিবার, ০১ নভেম্বর, ২০২৫

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে তিন বাহিনী প্রধান যমুনায়

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০৮:৩১ পিএম
তিন প্রধান ও প্রধান উপদেষ্টা। ছবি - সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর প্রধানরা যমুনায় গিয়েছেন। তারা প্রধান উপদেষ্টার সঙ্গে ‘গুরুত্বপূর্ণ বিষয়ে’ বৈঠক করবেন বলে জানা গেছে।

শনিবার (০১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় এই বৈঠক শুরু হতে পারে।

এ খবর প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা যায়, এটি প্রধান উপদেষ্টার কল-অন কোনো বৈঠক নয়। তিন বাহিনীর প্রধানরা নিজে আলোচনা করে প্রধান উপদেষ্টার কাছে যাচ্ছেন।

এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বেশ আগে থেকেই তিন বাহিনীর প্রধানদের একটি বৈঠকের সূচি ঠিক করা ছিল। তবে আজকের বৈঠক কী বিষয়ে এবং কী আলোচনা হবে, সে সম্পর্কে কিছু জানা যায়নি।