ঢাকা শনিবার, ০১ নভেম্বর, ২০২৫

মেসির ভারত সফরে যুক্ত হচ্ছে হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০৭:৩৬ পিএম
লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির বহুল প্রতীক্ষিত ‘GOAT Tour to India 2025’ আরও একবার বড় আকারে সামনে আসছে। দক্ষিণ ভারতের ভক্তরা যাতে বঞ্চিত না হন—সেই চিন্তা থেকেই নতুন করে হায়দরাবাদকে যুক্ত করেছে আয়োজকরা।

এর আগে কেরালার কোচিতে প্রস্তাবিত আর্জেন্টিনার প্রীতি ম্যাচ বাতিল হওয়ায় তীব্র হতাশা তৈরি হয়েছিল ফুটবলপ্রেমীদের মধ্যে।

ভারতের চার প্রান্ত—পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ—জুড়ে এবার বসবে ফুটবল উৎসব। কলকাতা, মুম্বাই ও দিল্লির সাথে নতুন করে যুক্ত হয়েছে হায়দরাবাদের নাম। ফলে দেশজুড়ে কোটি ভক্তদের সামনে এসে দাঁড়াতে চলেছেন ফুটবলের সর্বকালের অন্যতম সেরা তারকা।

শনিবার পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে আয়োজনের একমাত্র কর্মকর্তা শতাদ্রু দত্ত বলেন, দক্ষিণকে বাদ দেওয়া ঠিক হতো না। কোচির ইভেন্ট বাতিল হওয়ায় হায়দরাবাদই সবচেয়ে উপযুক্ত জায়গা মনে হয়েছে। চেন্নাই, কেরালা, তেলেঙ্গানা—সর্বত্রই মেসি ভক্তদের উত্তেজনা আমরা দেখেছি।

তিনি জানান, ইভেন্টটি শুধু ম্যাচেই সীমাবদ্ধ নয়। থাকবে সেলিব্রিটি ফুটবল, ফুটবল ক্লিনিক, সাংস্কৃতিক আয়োজন, তারকাদের উপস্থিতি এবং সম্মাননা প্রদান। স্থানীয় আয়োজকদের সঙ্গে প্রাথমিক বৈঠক ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং তারা ইভেন্ট নিয়ে বেশ উৎসাহী।

এদিকে সংশোধিত সূচিতে আগের পরিকল্পনা বদলে গেছে। আহমেদাবাদের স্পনসরশিপ অনুষ্ঠান সরিয়ে নেওয়া হয়েছে মুম্বাইয়ে।

মেসির সূচি ও সফর পরিকল্পনা

১২ ডিসেম্বর মধ্যরাত বা ১৩ ডিসেম্বর ভোরে মেসি দুবাই থেকে কলকাতায় পৌঁছাবেন। সেখানে দিনব্যাপী কর্মসূচির পর বিকেলেই উড়াল দেবেন হায়দরাবাদের উদ্দেশে।

পরদিন মুম্বাই এবং ১৫ ডিসেম্বর শেষ স্টপেজ—নয়াদিল্লি, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন তিনি।

২০১১ সালের পর দ্বিতীয়বারের মতো ভারতে আসছেন বিশ্বকাপজয়ী মহাতারকা। তার সঙ্গে থাকবেন দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো দি পল।