‘সৎকর্মই ধর্ম’ প্রতিপাদ্যকে সামনে রেখে ডা. শামসুল হুদা ও আঞ্জুমান আরা সেবাদানকেন্দ্রের উদ্যোগে পিরোজপুরের স্বরূপকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং অন্যান্য সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলার পৌর শহরের ৬ নং ওয়ার্ডের জগন্নাথকাঠিতে কেন্দ্রের মিলনায়তনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ৩০০ অসুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। একই সঙ্গে কয়েকটি অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. রাজিয়া রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ডা. শামসুল হুদা ও আঞ্জুমান আরা সেবাদান কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. রেবেকা সুলতানা। সঞ্চালনায় ছিলেন আইনজীবী ও ক্বারী নূর মোহাম্মদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক এস এম ইমরান আজাদ।
দিনব্যাপী মেডিকেল সেবায় চিকিৎসা দেন ডা. রাজিয়া রহমান, ডা. আশিক দত্ত, ডা. সৌভিক সরকার, ডা. প্রমথ মণ্ডল, ডা. প্রজ্ঞা লাবনী এবং প্রয়াত ডা. শামসুল হুদা ও আঞ্জুমান আরা বেগমের বড় ছেলে মো. বাদল।
ড. রেবেকা সুলতানা বলেন, আমাদের বাবা-মায়ের নামে প্রতিষ্ঠিত এই সংগঠনটি ১৩ বছর পেরিয়ে ১৪ বছরে পদার্পণ করেছে। এটি অরাজনৈতিক এবং অলাভজনক প্রতিষ্ঠান। আমরা নিজস্ব অর্থায়নে সারাদেশে অসহায় ও দুঃস্থ মানুষদের খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও আর্থিক সহযোগিতা প্রদানসহ নানা ধরনের সেবা কার্যক্রম পরিচালনা করে আসছি।


