ঢাকা শনিবার, ০১ নভেম্বর, ২০২৫

জাতীয় নির্বাচনের আগে গণভোট সম্ভব নয় : নুর

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০৭:৩১ পিএম
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ছবি- সংগৃহীত

বিদ্যমান বাস্তবতায় জাতীয় নির্বাচনের আগে আরেকটি গণভোট আর্থিক ও প্রশাসনিক কোনোভাবেই সম্ভব নয়। সুতরাং একইসঙ্গে দুটি ভোট হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শনিবার (১ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভার্নেন্স স্টাডিজ (সিজিএস) ও জার্মান ফাউন্ডেশন ফ্রেডরিখ এবার্ট স্টিফটুং (এফইএস) আয়োজিত কর্মশালায় এ কথা বলেন তিনি।

নুর বলেন, ‘আমাদের গণভোট আমরা ডিমান্ড করেছিলাম। সেই গণভোট হচ্ছে জাতীয় নির্বাচনের সঙ্গে ফেব্রুয়ারিতে। এখন আবার হঠাৎ করে আগে করতে হবে (বলা হচ্ছে)। এটা একটি রাজনৈতিক স্ট্যান্ড। টু বি অনেস্ট, কেউ কেউ ১০-১৫টা সিট নিয়ে বার্গেনিং করতেছে। তাকে যদি ১০-১৫টা সিটের আশ্বস্ত দেয়, সে এই (আগে গণভোট) দাবি থেকে সরে যাবে। আবার কেউ কেউ বিরোধী দল হওয়ার জন্য বড় দলগুলোর রিকগনিশন চাচ্ছে। সেটা যদি তারা ভেতরে সেটেল করে, গণভোট তাদের কাছে কোনো ইস্যু না। এই হিপোক্রাসি আমাদের লিডারদের মধ্যে আছে।’

তরুণ রাজনীতিকদের মধ্যে মতাদর্শভিত্তিক সংলাপ এবং গণতান্ত্রিক চর্চা জোরদার করার লক্ষ্যে এফইএসের সহযোগিতায় সিজিএস এরই মধ্যে বিভিন্ন বিষয়ে পলিটিক্স ল্যাব শীর্ষক চারটি ধারাবাহিক কর্মশালার আয়োজন করেছে। এর ধারাবাহিকতায় সিজিএস আজ এ জন-সংলাপের আয়োজন করে।

অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, এফইএস বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ফিলিক্স গ্রাদেস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও সিজিএসের নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী। সিজিএসের প্রেসিডেন্ট জিল্লুর রহমানের সঞ্চালনায় এতে বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।