নিজেদের সকল শক্তি-সামর্থ, যোগ্যতা, প্রজ্ঞা ও প্রচেষ্টা কাজে লাগিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার সংগ্রামে সকলকে আপোষহীন থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘দল মাত্র দু’টি। একটি হিজবুল্লাহ তথা আল্লাহর দল, আর অপরটি হিজবুত শায়াতিন বা শয়তানের দল। যারা আল্লাহর আইনের বিরোধীতা করে তারা শয়তানের দল। আর যারা আল্লাহর জমীনে আল্লাহর আইন ও কুরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে তারা আল্লাহর দল। তাই একজন মোমিন হিসাবে আমাদের প্রত্যেককেই আল্লাহর দলের অন্তর্ভূক্ত থেকে দ্বীন বিজয়ে প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে।’
জামায়াতের চলমান আন্দোলনের দাবি সমূহের কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে যাতে চুরি, ডাকাতি ও কালো টাকার অপব্যবহার না হয়, যে জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে। সবার আগে প্রস্তুত করতে হবে লেভেল প্লেয়িং ফিল্ড। একই সাথে স্বাক্ষরিত জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য অনতিবিলম্বে গণভোটের আয়োজন এবং গণহত্যাকারীদের বিচারের পরই জাতীয় নির্বাচন হতে হবে। তিনি আগামী নির্বাচনে ঢাকা-১৬ আসনে কর্নেল বাতেনের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে সকলকে ময়দানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
তিনি বলেছেন, ‘সৃষ্টি আল্লাহর। তাই সকল ক্ষেত্রেই আইনও চলবে আল্লাহর। মূলত জামায়াত আল্লাহর দেওয়া নির্দেশনা মোতাবেক দেশে আল্লাহর আইন ও সৎলোকের শাসন প্রতিষ্ঠার জন্য দীর্ঘ পরিসরে আপোষহীন আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। স্বাধীনতার পর একটি দল চারবার, অপরটি তিনবার সরকার গঠন করলেও তারা জাতীয় সংসদে কুরআনের আইন পাশ করেনি। বস্তুত আইন আইনের প্রতিষ্ঠার মধ্যেই রয়েছে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি। আর মানুষের তৈনি আইন কখনো নির্ভুল নয়। তাই কোন সমাজে যতদিন মানুষের তৈরি আইন প্রতিষ্ঠিত থাকবে, ততদিন সে সমাজ থেকে অশান্তি, দুর্নীতি, অপরাধ ও অস্থিরতা দূর হবে না। দেশে সুশাসন ও আইনের শাসন ফিরে আসবে না। তাই ক্ষুধা, দারিদ্র ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়তে সকলকে ইসলামী আদর্শের দিকে ফিরে আসতে হবে।’
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর পল্লবীতে ঢাকা-১৬ সংসদীয় আসনে এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও পল্লবী জোন পরিচালক নাসির উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন ঢাকা-১৬ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কর্নেল ( অব.) আব্দুল বাতেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মাওলানা মুহিব্বুল্লাহ। উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোজাম্মেল হোসেন, অ্যাডভোকেট হাসানুল বান্না চপল, পল্লবী মধ্য থানা আমির রইসুল ইসলাম, পল্লবী উত্তর থানা আমির সাইফুল কাদের, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পল্লবী জোন পরিচালক, আবুল কালাম পাঠান, রূপনগর থানা আমির আবু হানিফ ও পল্লবী দক্ষিণ থানা আমির আশরাফুল আলম প্রমুখ।

