জামালপুর শিশু ধর্ষণ ও হত্যা পৃথক দুই মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি-১)।
গ্রেপ্তারকৃতরা হলেন-ধর্ষণ মামলায় অভিযুক্ত সিদ্দিকুর রহমান সিদ্দিক (৫২) ও হত্যা মামলায় অভিযুক্ত মো. নুরুজ্জামাল (৩৮)। এরমধ্যে
সিদ্দিকুর রহমান সিদ্দিককে গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার বউবাজার এলাকা হতে এবং নুরুজ্জামালকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, চলতি বছরের ২৭ সেপ্টেম্বর দুপুরে জামালপুর পৌর শহরের দড়িপাড়া এলাকায় ১১ বছর বয়সী এক কণ্যা শিশুকে প্রতিবেশি সিদ্দিকুর রহমান জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির মা বিলকিছ বেগম বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর জেলা পুলিশের গোয়েন্দা শাখা বিভিন্ন তথ্য প্রযুক্তির ব্যবহার ও মাঠ গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অভিযুক্ত সিদ্দিকুর রহমান সিদ্দিককে ৩১ অক্টোবর সন্ধ্যায় গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার বউবাজার এলাকা হতে গ্রেপ্তার করে।
অপরদিকে জামালপুরের ইসলামপুর উপজেলায় বোলাকিপাড়া গ্রামে মমিনুল ওরফে মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত ৪ নং আসামি নুরুজ্জামালকে (৩৮) কগাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। নুরুজ্জামাল জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাজিমারা গ্রামের সাহেব আলীর ছেলে।
জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি-১) এর চার্জ অফিসার এসআই সুমন চন্দ্র সরকার জানান, গাজীপুর থেকে দুই আসামিকে শনিবার সকালে জামালপুরে আনা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, জামালপুর জেলা পুলিশ নারী ও শিশু নির্যাতন, হত্যা, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। পৃথক দুইটি গুরুত্বপূর্ণ মামলার আসামি গ্রেপ্তার এরই প্রমাণ করে।
তিনি আরও বলেন, জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব এবং ডিবি-১ টিমের নেতৃত্বে একদিনেই দুটি গুরুত্বপূর্ণ মামলার আসামি গ্রেপ্তার জেলা পুলিশের দক্ষতার পরিচয় পেয়েছে।


