ঢাকা শনিবার, ০১ নভেম্বর, ২০২৫

গাজীপুরে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০৫:১৬ পিএম
প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি- রূপালী বাংলাদেশ

সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ডের পূর্ণ বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড দ্রুত গঠন, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন এবং সাংবাদিকদের জন্য পৃথক আদালত স্থাপনের দাবিতে গাজীপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাংবাদিক ইউনিয়ন গাজীপুর জেলা শাখার আয়োজনে প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাংবাদিক ইউনিয়ন গাজীপুর জেলা শাখার সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এনটিভি নিউজ ও আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার নাসির আহমেদ, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এটিএন বাংলার স্টাফ রিপোর্টার মাজারুল ইসলাম মাসুম, সাংবাদিক ইউনিয়ন গাজীপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সেখ আজিজুল হক, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল বারী বাবুল, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস. এম. রিপন শাহ, মো. আমিনুল ইসলাম, মাছরাঙা টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি ফারদিন ফেরদৌস, ডিবিসি নিউজের গাজীপুর জেলা প্রতিনিধি মাহমুদা শিকদার প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও সাংবাদিকদের ভাগ্যের পরিবর্তন হয়নি। সরকার আসে, সরকার যায়-কিন্তু সাংবাদিকদের ন্যায্য অধিকার ও পেশাগত মর্যাদা আজও উপেক্ষিত। দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়, অথচ সাধারণ মানুষ ও সংবাদকর্মীদের কাঁধেই চাপানো হয় ঋণের বোঝা।

বক্তারা জোর দিয়ে বলেন, আমরা শুধু দশম ওয়েজ বোর্ড চাই না, আমরা চাই ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা, যেখানে সাংবাদিকদের প্রাপ্য সম্মান, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত থাকবে। আমাদের লেখাই হোক সেই আগুন, যা অন্যায়কে পুড়িয়ে ফেলবে, আমাদের কলমই হোক সেই আলো, যা লুটেরা ও খুনিদের মুখোশ খুলে দেবে।

তারা আরও বলেন, ওয়েজ বোর্ড বাস্তবায়ন শুধু অর্থের দাবি নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতা ও জনগণের জানার অধিকারের প্রশ্ন। সরকার যদি মনে করে সাংবাদিকদের নীরব রাখা যাবে, তবে ভুল করছে। আমরা কলম নামাব না, আমরা কণ্ঠ রুদ্ধ করব না।

সমাবেশ শেষে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে ঘোষণা দেন, সত্য, ন্যায় ও সাহসের পক্ষে এই আন্দোলন চলবে, যতদিন না সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা হয় এবং কোনো জুলুমবাজ, খুনি ও লুটেরা রাষ্ট্রীয় সুরক্ষা পেয়ে পার পেতে না পারে।