ঢাকা শনিবার, ০১ নভেম্বর, ২০২৫

প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সহকারী শিক্ষককে হত্যার হুমকি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০৫:১৭ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধান শিক্ষকের দুর্নীতি ও নিয়োগ জালিয়াতি নিয়ে লিখিত অভিযোগ করায় এক সহকারী শিক্ষককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এমন অভিযোগ উঠেছে উপজেলার ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি ঢালীর বিরুদ্ধে।

শনিবার (১ নভেম্বর) সকালে টুঙ্গিপাড়া সাংবাদিক অফিসে সংবাদ সম্মেলন করে এই দাবি করেন একই বিদ্যালয়ের গণিত বিষয়ের সহকারী শিক্ষক সুশান্ত মালাকার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘প্রধান শিক্ষক মৃণাল কান্তি ঢালী ২০১৪ সালে গণিত বিষয়ে আমার এবং বাংলা বিষয়ে শিক্ষক উৎপলা বিশ্বাসের বৈধ নিয়োগকে অবৈধ করার চক্রান্ত করছেন। কারণ উৎপলা বিশ্বাসের জায়গায় মোটা অংকের টাকা খেয়ে সুতৃষ্ণা বর নামে এক মহিলাকে নিয়োগ দিয়েছেন। বিষয়টি ২০২২ সালে একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। ২০২৫ সালের মাঝামাঝি প্রধান শিক্ষক ওই শিক্ষিকাকে বিদ্যালয়ে যোগদান করান। এরপর থেকে উৎপলা বিশ্বাসের জায়গায় ভূয়া রেজুলেশন করে সুতৃষ্ণার নিয়োগ পাকাপোক্ত করতে চেষ্টা করছেন। একই সঙ্গে আমাদের বৈধ নিয়োগকে অবৈধ করতে ভূয়া রেজুলেশন তৈরি করেছেন।’

সুশান্ত মালাকার আরও বলেন, ‘এই ঘটনায় গত ১৯ অক্টোবর জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছি। এরপর থেকে প্রধান শিক্ষক আমাকে ভয়ভীতি ও মৃত্যুর হুমকি দিচ্ছেন। এছাড়া সত্য আড়াল করতে গত ৩০ অক্টোবর তিনি আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন।’

তিনি বলেন, ‘আমি প্রধান শিক্ষকের দুর্নীতির বিষয়ে যে অভিযোগ করেছি তা তদন্তে মিথ্যা প্রমাণিত হলে প্রশাসন ও জনগণ আমাকে যে শাস্তি দেবে তা মাথা পেতে নেব। আর প্রধান শিক্ষক যদি দোষী সাব্যস্ত হন, তবে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।’

এ বিষয়ে জানতে ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি ঢালীর সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

টুঙ্গিপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার বলেন, ‘অভিযোগ পেয়েছি। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’