ঢাকা শনিবার, ০১ নভেম্বর, ২০২৫

বেনাপোলে ৮ লাখ টাকার ভারতীয় হোমিও ওষুধ আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০১:৩৮ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

যশোরের বেনাপোল চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় হোমিওপ্যাথিক ওষুধ আটক করেছে বিজিবি। এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

শনিবার (১ নভেম্বর) সকালে যশোর বিজিবি ব্যাটালিয়ন এক প্রেসনোটে জানান, বিজিবির একটি টহলদল বেনাপোল চেকপোস্ট এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় হোমিও প্যাথিক ওষুধ আটক করে।

আটককৃত ওষুধের সিজার মূল্য ৮ লাখ ৮ আট হাজার টাকা। অভিযানের খবর পেয়ে আগেই পালিয়ে যায় পাচারকারীরা।

এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওষুধের চালানটি আটক করা হয়েছে।

দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।