ঢাকা সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫

বাংলাদেশে ইসলামিক ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার পথে আকিজ রিসোর্স

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ১০:১২ পিএম
আকিজ রিসোর্সের চিফ ডিজিটাল অ্যান্ড ইনোভেশন অফিসার (CDIO) মো. ফিরোজ কবির

দেশে ডিজিটাল ব্যাংকিংয়ের নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে আকিজ রিসোর্স লিমিটেড আজ বাংলাদেশ ব্যাংকে “মুনাফা ইসলামিক ডিজিটাল ব্যাংক পিএলসি (Munafa Islamic Digital Bank PLC)” প্রতিষ্ঠার আবেদন জমা দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টে (BRPD) আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র জমা দেন আকিজ রিসোর্সের চিফ ডিজিটাল অ্যান্ড ইনোভেশন অফিসার (CDIO) ইঞ্জিনিয়ার মো. ফিরোজ কবির। এই উদ্যোগের মাধ্যমে আকিজ রিসোর্স দেশের ব্যাংকিং খাতে ইসলামিক নীতিমালাভিত্তিক ডিজিটাল ব্যাংকিং সেবা চালুর প্রত্যয়ে এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য— ব্যাংকিং সেবাকে আরও সহজলভ্য, প্রযুক্তিনির্ভর ও নৈতিকভাবে টেকসই করা।

মো. ফিরোজ কবির বলেন, “আমরা বিশ্বাস করি, মুনাফা ইসলামিক ডিজিটাল ব্যাংক হবে এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে প্রযুক্তি ও নৈতিকতার সমন্বয়ে সবার জন্য আর্থিক অধিকার নিশ্চিত করা সম্ভব হবে। আমাদের উদ্দেশ্য শুধু ব্যাংক নয়—একটি ন্যায়ভিত্তিক আর্থিক ইকোসিস্টেম গড়ে তোলা।”

আকিজ রিসোর্স গ্রুপের কর্ণধার শেখ জসিম উদ্দিন বলেন, “এই প্রকল্প বাংলাদেশের আর্থিক অন্তর্ভুক্তি, উদ্ভাবন এবং ইসলামিক মূল্যবোধভিত্তিক ডিজিটাল ব্যাংকিংয়ের নতুন দিগন্ত উন্মোচন করবে। আমরা বিশ্বাস করি, এটি দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে, ইনশাআল্লাহ।”

আকিজ রিসোর্স গ্রুপের এই উদ্যোগ দেশের স্মার্ট ব্যাংকিং ভিশন বাস্তবায়নের পথে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।