টাকায় স্বাক্ষর যাদের, তারাই লুট করেছেন টাকা
আগস্ট ১৭, ২০২৫, ০৬:৫১ এএম
যে হাত দিয়ে টাকায় স্বাক্ষর করেছিলেন, একই হাত দিয়ে লুট করেছেন সেই টাকা। ছিলেন অর্থনীতির মূল পাহারাদার, অথচ লুটপাটের পথ প্রশস্ত করে দিয়েছিলেন তারাই। দেশের অর্থনীতিকে যারা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন, তাদের মধ্যে উল্লেখয়োগ্য বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর আব্দুর রউফ তালুকদার, ফজলে কবির ও ড. আতিউর রহমান। তবে অবশেষে...