ঢাকা শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫

শেষ আটে থেমে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৩:২৪ পিএম
ছবি: সংগৃহীত

হংকং সিক্সেস টুর্নামেন্টে শ্রীলঙ্কাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেও সেমিফাইনালের আগেই থেমে গেল বাংলাদেশের যাত্রা। শনিবার শেষ আটের লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৪ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে আকবর আলীর দল।

দিনের প্রথম ম্যাচে বৃষ্টির কারণে বাংলাদেশের উদ্বোধনী খেলা পরিত্যক্ত হয়। পরের ম্যাচে শ্রীলঙ্কাকে ১৪ রানে হারিয়ে আত্মবিশ্বাসী ভাবেই শেষ আট নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা।

এদিন শেষ আটের খেলায়, টস জিতে প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক আকবর আলী। তবে অস্ট্রেলিয়ার মারমুখী ব্যাটিংয়ের সামনে নির্ধারিত ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৯ রানের বিশাল সংগ্রহ গড়ে তারা। 

দলের হয়ে অধিনায়ক অ্যালেক্স রস করেন ৫০ রান এবং বেন ম্যাকডারমট খেলেন ৫১ রানের দুর্দান্ত ইনিংস। বাংলাদেশের হয়ে মোসাদ্দেক সৈকত ও রাকিবুল হাসান একটি করে উইকেট শিকার করেন।

১৫০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। দলীয় মাত্র ১৩ রানে সাজঘরে ফিরে যান তিন ব্যাটার। দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও জিসান আলম মিলে করতে পারেন মাত্র ৬ রান। 

তবে একপ্রান্তে দাঁড়িয়ে ঝড়ো ইনিংস খেলেন আবু হায়দার রনি। ১৮ বলে ৭ ছক্কা ও ২ চারে করেন ৫০ রান। তার ব্যাটে কিছুটা প্রতিরোধ গড়া সম্ভব হলেও শেষ পর্যন্ত নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস থামে ৯৫ রানে।

বল হাতে অস্ট্রেলিয়ার পক্ষে ক্রিস গ্রিন একাই নেন ৩ উইকেট।