ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

বাংলাদেশের সাইবার স্পেসে সবচেয়ে বেশি জুয়ার বিজ্ঞাপন দেয় ক্রিকইনফো

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০৪:৩৪ এএম
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। ছবি- সংগৃহীত

বাংলাদেশের সাইবার স্পেসে এককভাবে সবচেয়ে বেশি জুয়ার বিজ্ঞাপন দিচ্ছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো ডট কম-এমন অভিযোগ তুলেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফয়েজ আহমদ লেখেন, ‘অনলাইন জুয়া, এর প্রচার-প্রচারণা ও বিজ্ঞাপন বাংলাদেশের সাইবার সুরক্ষা আইন ২০২৫ অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ। জুয়ার কালো থাবায় বাংলাদেশের যুবকরা সর্বস্বান্ত হচ্ছে, পাচার হয়ে যাচ্ছে দেশের সম্পদ।’

তিনি আরও জানান, ‘আমরা অস্ট্রেলিয়া, ইংল্যান্ডসহ বেশ কয়েকটি ক্রিকেট খেলুড়ে দেশের ক্রিকইনফো ওয়েবসাইটে বিজ্ঞাপন পর্যবেক্ষণ করেছি। সেখানে অনলাইন জুয়ার বিজ্ঞাপন শতভাগ অনুপস্থিত।’

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (NCSA) ইতোমধ্যে ক্রিকইনফোকে এ বিষয়ে ইমেইল পাঠিয়েছে এবং পরবর্তীতে ডাকযোগে রেজিস্টার্ড চিঠি পাঠানো হবে।

তার ভাষায়, ‘একদিকে অবৈধভাবে জুয়ার বিজ্ঞাপন দিয়ে আইন ভঙ্গ করছে ক্রিকইনফো, অন্যদিকে এ ধরনের বিজ্ঞাপন থেকে আয়ের ওপর বাংলাদেশ সরকারকে কোনো কর বা ভ্যাট প্রদান করছে না।’

এছাড়া, জুয়ার বিজ্ঞাপন বন্ধ না করলে বাংলাদেশে ক্রিকইনফো ব্লক করার বিষয়টি বিবেচনা করা উচিত হবে কিনা, সে বিষয়ে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি জনমত নেওয়ার পরিকল্পনা করছে বলেও জানান তিনি।