শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষককে বিভাগীয় সকল কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন জনসংযোগ দপ্তরের কর্মকর্তা অধ্যাপক আখতার হোসেন মজুমদার।
অব্যাহতিপ্রাপ্ত দুই অধ্যাপক হলেন, বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সাজু সরদার ও তানজিল ভূঞা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সঠিক ও সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের একাডেমিকসহ সকল বিভাগীয় কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে। ওই বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ ও প্রাসঙ্গিক অন্যান্য অভিযোগকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রথম সভার সুপারিশের প্রেক্ষিতে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করেন।
এর আগে, গত ১৭ দিন যাবৎ সহকারী অধ্যাপক তানজিল ভূঞার পদত্যাগ চেয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে আজ রোববারের ভেতর বিষয়টি সুরাহার আলটিমেটাম দেন কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি মোস্তাকুর রহমান জাহিদ।

