ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

ভূমিকম্পে কম ঝুঁকিপূর্ণ যেসব জেলা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০৩:১৪ পিএম
প্রতীকী ছবি।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে শুক্রবার (২১ নভেম্বর)। এতে অবকাঠামোগত ক্ষয়ক্ষতিসহ ১১ জনের মৃত্যু হয়। আহত হয় অন্তত তিন শতাধিক। এমন ঘটনার ২৪ ঘণ্টা না পেরোতেই ফের ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় শনিবার (২২ নভেম্বর) মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। তবে এতে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে বাংলাদেশকে ভূমিকম্পের ঝুঁকির ভিত্তিতে তিনটি জোনে ভাগ করেছে আবহাওয়া অধিদপ্তর। জোন–১, জোন–২ এবং জোন–৩। এর মধ্যে জোন–৩-এর অঞ্চলগুলোকে কম ঝুঁকিপ্রবণ হিসেবে ধরা হয়েছে।

মানচিত্র অনুযায়ী

কম ঝুঁকিপ্রবণ জেলাগুলো হলো- খুলনা, যশোর, বরিশাল, পটুয়াখালী।

উচ্চ ঝুঁকিপ্রবণ জেলাগুলো হলো- সিলেট ও ময়মনসিংহ বিভাগের ৯টি জেলা। ঢাকা বিভাগের গাজীপুর, টাঙ্গাইল ও নরসিংদীর কিছু অংশ। কিশোরগঞ্জ জেলা। কুমিল্লা বিভাগের ব্রাহ্মণবাড়িয়া এবং পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি ও রাঙামাটির নির্দিষ্ট এলাকা।

১৯৭৬ থেকে ২০১৫ সালের মধ্যে বাংলাদেশে অন্তত পাঁচবার বড় ভূমিকম্প অনুভূত হয়েছে। অধিকাংশ কম্পনের উৎস ছিল সিলেট, মৌলভীবাজার, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজারের আশপাশ। বিশেষ করে ভারতের আসাম–মেঘালয় সীমান্তঘেঁষা সিলেট–ময়মনসিংহ অঞ্চলকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

রাজউকের তথ্য অনুযায়ী, ঢাকায় ২১ লাখ ভবনের মধ্যে ১৫ লাখ দুইতলা বা তার নিচের, যা তুলনামূলকভাবে নিরাপদ। কিন্তু ৪ থেকে ৩০ তলা পর্যন্ত প্রায় ৬ লাখ ভবন উচ্চঝুঁকিতে রয়েছে। বিশেষজ্ঞরা বড় ভূমিকম্পের সময় এসব ভবন ধসে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন।