যেকোনো জাতীয় বা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
শনিবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর বিএফ শাহীন হলে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
বিমানবাহিনী প্রধান বলেন, ‘অপারেশনাল এবং প্রশাসনিক কাজে সক্ষমতা বৃদ্ধির জন্য নতুন কিছু প্রকল্প হাতে নিয়েছে বিমানবাহিনী।’
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
অনুষ্ঠানে ৩৪ জন বাংলাদেশ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।

