ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

টি–টোয়েন্টি বিশ্বকাপের কঠিন গ্রুপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০২:৪০ পিএম
ছবি: সংগৃহীত

আনুষ্ঠানিক ঘোষণা আসতে এখনও কয়েকদিন বাকি। তার আগেই সামনে এসেছে আগামী বছরের শুরুর দিকে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য গ্রুপ বিন্যাস।

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় পোর্টাল ক্রিকবাজ জানিয়েছে, মোট ২০ দল চারটি গ্রুপে ভাগ হয়ে লড়াই করবে এবারের বিশ্ব আসরে। প্রতিটি গ্রুপে থাকছে পাঁচটি করে দল।

বাংলাদেশ ‘গ্রুপ অব ডেথ’-এ

ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে কঠিন গ্রুপে পড়তে যাচ্ছে বাংলাদেশ। টাইগারদের সঙ্গে একই গ্রুপে রয়েছে সাবেক দুই চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। সঙ্গে নেপাল এবং প্রথমবারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপে উঠতে যাওয়া ইতালি।

ভারত-পাকিস্তান একই গ্রুপে

চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান পড়েছে একই গ্রুপে—যা নিয়ে ইতোমধ্যেই উচ্ছ্বাস তৈরি হয়েছে ক্রিকেট ভক্তদের মাঝে। ভারতের গ্রুপে আরও থাকতে পারে নেদারল্যান্ডস, নামিবিয়া এবং যুক্তরাষ্ট্র।

শিরোপাধারী ভারতকে তুলনামূলক সহজ গ্রুপে মনে করা হলেও পাকিস্তান ম্যাচকে ঘিরে চাপ থাকবে চরম।

সহ-আয়োজক শ্রীলঙ্কার সামনে কঠিন পরীক্ষা

সহ-আয়োজক হয়েও শ্রীলঙ্কা পড়ে গেছে সবচেয়ে জটিল গ্রুপগুলোর একটিতে। তাদের গ্রুপে আছে তিনটি টেস্ট খেলুড়ে দল—অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ড ও সঙ্গে ওমান।

শ্রীলঙ্কার জন্য এটি কঠিন চ্যালেঞ্জিং সূচি বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা।

দক্ষিণ আফ্রিকার গ্রুপেও তীব্র প্রতিযোগিতা

বর্তমান রানার্স-আপ দক্ষিণ আফ্রিকা পড়েছে নিউজিল্যান্ড, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও কানাডার সঙ্গে। নিউজিল্যান্ড-আফগানিস্তান দুটোই বিশ্বমানের টি-টোয়েন্টি দল হওয়ায় এই গ্রুপেও লড়াই হবে সমানতালে।

কোথায় হবে ম্যাচ?

বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কার মোট ৮টি ভেন্যুতে।

ভারত: মুম্বাই, কলকাতা, চেন্নাই, দিল্লি ও আহমেদাবাদ।

শ্রীলঙ্কা: কলম্বোর দুই আন্তর্জাতিক ভেন্যু এবং ক্যান্ডি।

ফাইনাল কোথায় হবে, তা নির্ভর করছে পাকিস্তানের পারফরম্যান্সের ওপর। পাকিস্তান যদি ফাইনালে না ওঠে, তাহলে ম্যাচ হবে ভারতের আহমেদাবাদে।

আর পাকিস্তান ফাইনালে উঠলে শিরোপার লড়াই অনুষ্ঠিত হবে কলম্বোতে—দুই দেশের রাজনৈতিক ও নিরাপত্তাজনিত ভারসাম্যের কারণে এ সিদ্ধান্ত বিবেচনায় রয়েছে।

কীভাবে এগোবে টুর্নামেন্ট?

চার গ্রুপ থেকে শীর্ষ দুই দল উঠবে সুপার এইটে। সেখান থেকে সেরা চার দল খেলবে সেমিফাইনাল। ফেব্রুয়ারি-মার্চ ২০২৬—এই দুই মাস জুড়ে অনুষ্ঠিত হবে এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপ।